ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতাঃ প্রায় ৪৮ বছর আগে ঢাকা-সিলেট মহাসড়ক নির্মাণের সময় অধিগ্রহণকৃত জমির আংশিক বকেয়া টাকা বর্তমান মৌজামূল্যে প্রদানের দাবিতে জনসমাবেশ ও মানববন্ধন করেছে ক্ষতিগস্ত কৃষকরা। আজ (বৃহস্পতিবার) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জে সোহাগপুর এলাকায় তারা এ মানববন্ধন ও সমাবেশ করেন।
উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও বীর মুক্তিযোদ্ধা ক্ষতিগস্ত ভূমি মালিক হাজী মোঃ ছফিউল্লাহ মিয়াসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। এসময় ক্ষতিগ্রস্তরা বকেয়া টাকা দ্রুত বর্তমান মৌজামূল্যে পরিশোধের দাবি জানান। তা না হলে আইনি পদক্ষেপ গ্রহণসহ দাবি আদায়ে বিভিন্ন আন্দোলন কর্মসূচি পালনের ঘোষণা দেন তারা।
ক্ষতিগস্ত কৃষক ফোরামের সভাপতি ইসরাইল মৃধার সভাপতিত্বে ও বাবুল মাস্টারের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন ক্ষতিগ্রস্ত হাজী নাসির মিয়া, ইলিয়াছ আলী, মাওলানা নুরে আলম আঃ আজিজ, হুমায়ুন কবীর ভুইয়া, মোঃ দানা মিয়া, মোঃ আজহার ভুইয়া, উসমান গণি, হাজী আমিনুল ইসলাম ও মোঃ আঙ্গুর খা মোঃ মোস্তাফিজুর রহমান, রবিউল সানি প্রমুখ।
ক্ষতিগ্রস্ত কৃষকরা জানায়, ঢাকা-সিলেট মহাসড়ক নির্মাণের সময় ১৯৭২-৭৩ এবং ১৯৭৬-৭৭ অর্থবছরে দু’দফায় আশুগঞ্জ উপজেলার সোনারামপুর, সোহাগপুর, বাহাদুরপুর, কামাউরা, দুর্গাপুর, খড়িয়ালা এবং বগইর মৌজার প্রায় ৩৬০ একর ভুমি তৎকালিন মৌজামূল্যে অধিগ্রহণ করা হয়। কিন্তু অর্থ বরাদ্দ কম থাকায় কিছু টাকা পরিশোধের পর অবশিষ্ট টাকা দিতে কালক্ষেপণ করে। এতে অনেক সংখ্যক কৃষক ক্ষতিপূরণের আংশিক টাকা পায়নি। চলতি বছর ঢাকা-সিলেট মহাসড়ক ফোর লেনে উন্নীত করণের কাজ শুরু হওয়ায় তারা বর্তমান মৌজামূল্যে বকেয়া টাকা পরিশোধের জন্য গত ১৬ সেপ্টেম্বর ৮৩ জন ক্ষতিগ্রস্ত কৃষকের স্বাক্ষর সংবলিত আবেদন জেলা প্রশাসনের বরাবর প্রদান করা হয়েছে। এ আবেদনের কপি প্রধানমন্ত্রীর দপ্তরসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে।
নিজস্ব প্রতিবেদক: নগরের বিভিন্ন ভোট...
বিস্তারিতআপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন