লালমনিরহাট সংবাদদাতাঃ লালমনিরহাটের বুড়িমারীতে জুয়েল হত্যা ও মরদেহ পোড়ানোর মামলায় আরো দু’জনের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আজ (বুধবার) দুপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেগম ফেরদৌসী বেগম এই রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ডপ্রাপ্তরা হলেন, পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের উফারমারা গ্রামের আবু কালাম ওরফে গামছা কামাল (২৯) ও জিএম মানিক (৪৫)।
এর আগে আবু কালাম ওরফে গামছা কালামকে (২৯) ৫ দিনের এবং জি এম মানিকের ৩ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। পরে আদালত শুনানি শেষে উভয়ের ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করে।
এদিকে গতরাত ৯টায় ফরিদুল ইসলাম ওরফে ঘোটোকে বুড়িমারী বাজার থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। তার বাড়ি উফার মারা নাটার বাড়ি বলে জানিয়েছেন লালমনিরহাট ডিবি পুলিশ পরিদর্শক মো. মাহমুদুন্নবী।
এ ঘটনায় ৩ মামলায় মোট ১৫ জনকে বিভিন্ন মেয়াদে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নিয়েছে লালমনিরহাট ডিবি পুলিশ। এ নিয়ে মোট ৩৯ জন আসামীকে গ্রেফতার করা হলো।
এর আগে ২৯ অক্টোবর পাটগ্রাম উপজেলার বুড়িমারী বাজার কেন্দ্রীয় জামে মসজিদে হামলা চালিয়ে জুয়েলকে পিটিয়ে হত্যা করা হয়। পরে তার মরদেহ মহাসড়কে নিয়ে এসে আগুনে পুড়িয়ে দেয় জনতা।
আপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন