অনলাইনে ডেস্ক: ইন্দোনেশিয়ার জোগজা-নেটপ্যাক এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনার ছবি ‘মায়ার জঞ্জাল’। রাজধানী জাকার্তায় আগামী ২৫ নভেম্বর থেকে ২৯ নভেম্বর পর্যন্ত চলবে এবারের ১৫তম আসর। এশিয়ান পার্সপেক্টিভস বিভাগে দেখানো হবে সিনেমাটি।
এবারের উৎসবে ‘মায়ার জঞ্জাল’-সহ ২৯টি দেশের ৭১টি স্বল্পদৈঘ্য আর ৫৭টি পূর্ণদৈর্ঘ্যর ছবি স্থানে পেয়েছে।
‘মায়ার জঞ্জাল’ ছবিটির প্রযোজক জসীম আহমেদ জানান, এশিয়ান পার্সপেক্টিভস হলো উৎসবটির প্রধান প্রতিযোগিতা বিভাগ। তবে, করোনার কারণে এ বছর সকল বিভাগই প্রতিযোগিতার বাইরে। এশিয়ান সিনেমার আগামী প্রতিনিধি হিসেবে প্রতিষ্ঠিত ও উদীয়মান পরিচালকদের ছবি জায়গা দেয়া হয় এই বিভাগে। তিনি আরো বলেন, সাংহাই উৎসবে এই ছবি দেখে জোগজা-নেটপ্যাক এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল কর্তৃপক্ষ আগ্রহ দেখিয়েছে। এটা অনেক আনন্দের বিষয়।
এর আগে চীনের সাংহাই ও রাশিয়ার মস্কোতে অফিসিয়াল সিলেকশন বিভাগে স্থান পেয়েছিলো ‘মায়ার জঞ্জাল’।
কথাসাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের দুটি ছোটগল্প অবলম্বনে তৈরি হয়েছে ছবিটির চিত্রনাট্য। এতে অভিনয় করেছেন বাংলাদেশের অভিনেত্রী অপি করিম, সোহেল রানা (সত্য), কলকাতার পরাণ বন্দোপাধ্যায়, চান্দ্রেয়ী ঘোষ (বিউটি) ও ব্রাত্য বসু (গণেশ বাবু)। ‘মায়ার জঞ্জাল’ পরিচালনা করেছেন ইন্দ্রনীল রায় চৌধুরী। এই ছবির মধ্য দিয়ে ১৫ বছর পর বড় পর্দায় ফিরলেন অভিনেত্রী অপি করিম।
অনলাইন ডেস্ক: ভারতীয় শাস্ত্রীয়...
বিস্তারিতনিজস্ব সংবাদদাতা: আওয়ামী লীগের যুগ্ম...
বিস্তারিতআপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন