নিজস্ব প্রতিবেদক: বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত হলো আরো একটি উড়োজাহাজ। এর মধ্য দিয়ে মোট ১৯টি উড়োজাহাজ বিমান বহরে যুক্ত হলো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যাধুনিক ড্যাশ ৮-৪০০ মডেলের এই উড়োজাহাজটির নাম দিয়েছেন ‘ধ্রুবতারা।
আজ (মঙ্গলবার) বিকাল সাড়ে ৩টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে বিমানটি। এসময় ধ্রুবতারাকে ওয়াটার ক্যানন স্যালুট দিয়ে স্বাগত জানানো হয়।
বিমানের জনসংযোগ বিভাগের উপ-মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার জানিয়েছেন, বাংলাদেশ ও কানাডা সরকারের মধ্যে জিটুজি ভিত্তিতে কেনা তিনটি উড়োজাহাজের প্রথমটি ধ্রুবতারা।
বিমান কর্তৃপক্ষ জানিয়েছেন, কানাডার এয়ারক্রাফট নির্মাতা প্রতিষ্ঠান ডি হ্যাভিল্যান্ড নির্মিত অত্যাধুনিক নতুন ড্যাশ ৮-৪০০ উড়োজাহাজে ৭৪টি সিট রয়েছে। এটি পরিবেশবান্ধব এবং অত্যাধুনিক সুযোগ-সুবিধা সমৃদ্ধ। রয়েছে হেপা ফিল্টার প্রযুক্তি, যা মাত্র চার মিনিটেই ব্যাকটেরিয়া, ভাইরাসসহ অন্যান্য জীবাণু ধ্বংসের মাধ্যমে উড়োজাহাজের অভ্যন্তরের বাতাসকে সম্পূর্ণ বিশুদ্ধ করে।
এছাড়াও অধিক লেগস্পেস (পা রাখার জায়গায়), এলইডি লাইটিং এবং প্রশস্ত জানালা থাকার কারণে ভ্রমণ হয়ে উঠবে অধিক আরামদায়ক ও আনন্দময়।
নিজস্ব প্রতিবেদক: ডিবি পুলিশ পরিচয়ে...
বিস্তারিতনিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রকে...
বিস্তারিতআপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন