চাঁদপুর সংবাদদাতা: ভাঙনের কবল থেকে ঝুঁকিপূর্ণ এলাকাগুলো রক্ষায় স্থায়ী প্রকল্প গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন পানি সম্পদ উপ-মন্ত্রী এনামুল হক শামীম। আজ (মঙ্গলবার) সকালে চাঁদপুর শহর রক্ষা বাঁধের হরিসভা এলাকা পরিদর্শন শেষে তিনি একথা বলেন।
এসময় উপ-মন্ত্রী জানান, এরইমধ্যে দেশের সকল ঝুঁকিপূর্ণ এলাকাগুলো চিহ্নিত করা হয়েছে। এজন্য ৪২০ কোটি টাকার প্রকল্প প্রণয়ন করা হয়েছে। প্রকল্পগুলো বাস্তবায়িত হলে অন্তত ৫০ বছর পর্যন্ত ভাঙন কবলিত এলাকাগুলো নিরাপদে থাকবে। প্রকল্পটির আওতায় চাঁদপুর শহর সংরক্ষণ প্রকল্প পুন:নির্মাণও রয়েছে। আগামী বর্ষার আগেই সকল প্রক্রিয়া সম্পন্ন করে কাজ শুরু করা যাবে বলে জানান তিনি।
এনামুল হক শামীম জানান, দেশে প্রায় ১৬ হাজার ৭০০ কিলোমিটার বাঁধ রয়েছে। তার মধ্যে ৫ হাজার ৭৫৭ কিলোমিটার উপকূলীয় অঞ্চলের বাঁধ। আড়াই হাজার কিলোমিটার সাধারণ বাঁধ। বড় প্রকল্পটির আওতায় বাকি এলাকাগুলোতেও স্থায়ী বাঁধ দেয়ার পরিকল্পনা রয়েছে।
এসময় উপমন্ত্রী বলেন, ‘‘মেঘনা টানেল করতে চাই। এ সরকারের শেষ দিকে হলেও টানেল অথবা সেতুর ভিত্তি প্রস্তর উদ্বোধনের উদ্যোগ নেয়া হয়েছে। কোন জায়গায় টানেল বা সেতু হবে তা টেকনিক্যাল কমিটি নির্ধারণ করবে’।
এসময় চাঁদপুরের জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান, পুলিশ সুপার মোঃ মাহাবুবুর রহমান, পানি উন্নয়ন বোর্ড চাঁদপুরের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদারসহ স্থানীয় কর্মকর্তা ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন