রংপুর সংবাদদাতা: রংপুরের পীরগাছায় পোল্ট্রি খাদ্য ও বাচ্চার দাম বৃদ্ধির প্রতিবাদ এবং ডিমের ন্যায্য মূল্যের দাবিতে মানববন্ধন হয়েছে। আজ (মঙ্গলবার) দুপুরে উপজেলা পরিষদের সামনে এই মানববন্ধন করে পোল্ট্রি শিল্প মালিক সমিতি। এতে অংশগ্রহণ করে উপজেলার চার শতাধিক পোল্ট্রি খামারী।
এসময় বক্তারা বলেন, পোল্ট্রি খাদ্য ও বাচ্চার দাম অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে। এভাবে দাম বৃদ্ধি পেলে পেল্ট্রি শিল্প টিকানো অসম্ভব হয়ে পড়বে। তাই এখনই এই উৎপাদন শিল্পকে টিকিয়ে রাখার জন্য সরকারকে নজর দেয়ার আহ্বান জানান বক্তারা।
এতে বক্তব্য রাখেন পোল্ট্রি শিল্প মালিক সমিতির সভাপতি শামসুজ্জামান খান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমসহ অনেকে।
আপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন