নাটোর সংবাদদাতা: তালাকের নোটিশ পেয়ে নার্গিস আক্তার নুপুর নামের এক গৃহবধূর শরীর এসিডে ঝলসে দিয়েছে সাবেক স্বামী। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে নাটোরের বড়াইগ্রামের কামারদহ গ্রামে। গুরুতর অবস্থায় তাকে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। রাতেই অভিযুক্ত স্বামীকে আটক করেছে পুলিশ।
নুপুরের বাবা তায়েজ উদ্দিন জানান, সাত বছর আগে বড়াইগ্রাম উপজেলার আহমেদপুর গ্রামের আবু তালেব জোর করে কলেজ ছাত্রী নুপুরকে বিয়ে করে। সম্প্রতি একাধিক গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে তালেব আত্মগোপনে চলে গেলে নুপুর তাকে তালাক দিয়ে বাবার বাড়ি চলে যায়। বিষয়টি জানতে পেরে সোমবার রাতে তালেব ওই বাড়িতে গিয়ে দরজায় কড়া নাড়ে। নুপুর দরজা খোলার সাথেই তার মুখে এসিড মেরে পালিয়ে যায় তালেব।
নুপুরের আত্মচিৎকারে তার পরিবারের লোকজন এসে তাকে বনপাড়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাকে প্রথমে নাটোর সদর হাসপাতালে ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি হলে রাতেই তাকে ঢাকায় পাঠানো হয়।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, ঘটনার পর থেকেই অভিযানে নামে পুলিশ। পরে রাত ১০টার সময় উপজেলার মৌখাড়া থেকে অভিযুক্ত তালেবকে আটক করা হয়।
নিজস্ব প্রতিবেদক: হইচই, নেটফ্লিক্স,...
বিস্তারিতআপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন