নিজস্ব প্রতিবেদক: জামালপুরে সালিশের মাধ্যমে ৮৫ বছরের বৃদ্ধের সাথে ১২ বছরের শিশুকে বিয়ে দেয়ার ঘটনায় সংশ্লিষ্ট ডিসি, এসপি, ওসিকে তদন্ত করে আগামী রোববার প্রতিবেদন দাখিল করতে দিয়েছেন হাইকোর্ট। আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) আদালত এই নির্দেশ দেন।
এর আগে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার দুর্গম চরাঞ্চল আমখাওয়া ইউনিয়নের বয়ড়াপাড়া গ্রামে ধর্ষণের শিকার পঞ্চম শ্রেণির শিক্ষার্থী (১১) অন্তঃসত্ত্বা হয়ে পড়লে ৮৫ বছরের এক বৃদ্ধের সাথে বিয়ে দেয় গ্রামের সালিশকারিরা।
স্থানীয়রা জানান, মহিলা মাদ্রাসার পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর (১১) সঙ্গে সুরমান আলীর বখাটে ছেলে শাহিনের (১৮) শারীরিক সম্পর্ক হয়। এতে ওই শিক্ষার্থী অন্তঃসত্ত্বা হয়। ১০-১২ দিন আগে কবিরাজি চিকিৎসায় গর্ভপাত ঘটানো হয়। বিষয়টি ফাঁস হয়ে যাওয়ায় চলতি সপ্তাহে এ নিয়ে ইউপি সদস্য ও স্থানীয় মাতবররা এ বিষয়ে সালিশ বৈঠক করেন। সালিশে নাতির কুকর্মের দায় চাপিয়ে দেয়া হয় ৮৫ বছরের বৃদ্ধ দাদার ওপর। শেষে বৃদ্ধের সঙ্গেই ওই শিশুছাত্রীর বিয়ে দেয়া হয়। ৮৫ বছরের এই বৃদ্ধ সাত সন্তানের পিতা। দুই স্ত্রী মারা গেছেন। তৃতীয় বিয়েটি করেছেন ২৭ বছর আগে।
এ প্রসঙ্গে চর আমখাওয়া ইউনিয়নের সদস্য জয়নাল আবেদীন নাদু বলেন, মুরব্বিদের নিয়ে সালিশ করা হয়। সালিশে অনৈতিক কাজ করায় বৃদ্ধকে ১০ দোররা এবং শাহিনকে ১০টি দোররা মেরে শরীয়ত মতে বিয়ে হয়।
নিজস্ব প্রতিবেদক: হইচই, নেটফ্লিক্স,...
বিস্তারিতআপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন