ক্রীড়া ডেস্ক: বছরের শেষ টেনিস টুর্নামেন্ট এটিপি ফাইনালসের পুরুষ এককে এ বছরের চ্যাম্পিয়ন হয়েছেন রুশ টেনিস তারকা দানিল মেদভেদেভ। টুর্নামেন্টের ফাইনালে অস্ট্রিয়ার ডমিনিক থিয়েমের বিপক্ষে ২-১ সেটের জয় পেয়ে এবারের শিরোপা ঘরে তুলেছেন এই রুশ টেনিস তারকা।
ম্যাচের প্রথম সেটে ৪-৬ গেমের জয় পেয়ে এগিয়ে যায় থিয়েম। পরের সেট টাইব্রেকে গড়ালে ৭-২ গেমে জয় পেয়ে ম্যাচে ফিরে মেদভেদেভ। ম্যাচ নির্ধারনি তৃতীয় ও শেষ সেটেও ৬-৪ গেমের সহজ জয় পায় মেদভেদেভ।
ফলে ডমিনিক থিয়েমের বিপক্ষে ২-১ সেটের জয় নিশ্চিত করে প্রথমবারের মতো এটিপি টেনিস টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হন ২৪ বছর বয়সী রুশ টেনিস তারকা দানিল মেদভেদেভ। এ টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করছেন তিনি।
আপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন