ক্রীড়া ডেস্ক: কাল থেকে শুরু হচ্ছে বঙ্গবন্ধু টি- টোয়েন্টি কাপ ক্রিকেট। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে উদ্বোধনী হবে দু’টি ম্যাচ। দুপুর দেড়টায় প্রথম ম্যাচে মুখোমুখি হবে বেক্সিমকো ঢাকা ও মিনিস্টার গ্রুপ রাজশাহী। মুশফিকুর, সাব্বিরদের গড়া নিয়ে ঢাকার লক্ষ্য জয় দিয়ে শুভ সূচনা করা। অন্যদিকে, রাজশাহীরও লক্ষ্য প্রথম ম্যাচেই চমক দেয়া।
সন্ধ্যা সাড়ে ৬টায় আরেক ম্যাচে মুখোমুখি হবে জেমকন খুলনা ও ফরচুন বরিশাল। আইসিসি’র নিষেধাজ্ঞা শেষে খুলনার পক্ষে এই ঘরোয়া প্রতিযোগিতা দিয়ে মাঠে নামবেন সাকিব আল হাসান। ফেভারিট হিসেবেই সাকিবের দল মাঠে নামবে। অন্যদিকে তামিম ইকবালের দল বরিশালেরও লক্ষ্য জয় দিয়ে শুরু করা।
আপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন