নওগাঁ সংবাদদাতা: দেশের মিলাররা সরকারকে চাল দিতে ব্যর্থ হলে বিদেশ থেকে চাল আমদানি করা হবে বলে জানালেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। আজ (রোববার) সকালে নওগাঁর সাপাহারে আমন ধান সংগ্রহের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এসময় মন্ত্রী বলেন, সরকারিভাবে ধান-চালের দাম বেঁধে দেয়ার সুফল পাচ্ছে কৃষক ও ভোক্তারা।
খাদ্যমন্ত্রী বলেন, এই মৌসুমেও মিলাররা যদি সরকারকে চাল দিতে ব্যর্থ হয় তবে বিদেশ থেকে চাল আমদানি করা হবে। এক্ষেত্রে মিলাররা সুযোগ পাবেন না। কেবলমাত্র সরকার নিজেই প্রয়োজন মাফিক চাল আমদানি করবে। এজন্য এরই মধ্যে টেন্ডার দেয়া শুরু হয়েছে বলেও জানান মন্ত্রী।
সাধন চন্দ্র মজুমদার বলেন- নতুন আমন ধানে ভাল দাম পেয়ে খুশি কৃষক। এই ধারাবাহিকতা ধরে রাখতে বাজার দর ও মজুত পরিস্থিতির উপড় তীক্ষ্ণ দৃষ্টি রাখা হয়েছে। সরকারি মজুতের জন্য চাল আমদানি করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে তার পরিমাণ নির্ভর করছে বাজার দর স্থিতিশীলতার উপর। কৃষকদের ধানের ন্যায্য মূল্য দিতে সরকার বদ্ধ পরিকর বলেও জানান তিনি।
এসময় জেলা খাদ্য নিয়ন্ত্রক জি.এম ফারুক হোসেন পাটোয়ারী, সাপাহার উপজেলা চেয়ারম্যান শাহাজাহান আলী মন্ডল, উপজেলা নির্বাহী অফিসার কল্যাণ চৌধুরী উপস্থিত ছিলেন।
আপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন