ক্রীড়া ডেস্ক: স্প্যানিশ ফুটবল লিগে অ্যাতলেটিকো মাদ্রিদের কাছে হারলো বার্সেলোনা। আরেক ম্যাচে ভিয়া রিয়ালের সাথে ড্র করেছে রিয়াল মাদ্রিদ। ওয়ান্ডা মেট্রোপলিটন স্টেডিয়ামে স্বাগতিক অ্যাতলেটিকো মাদ্রিদ ১-০ গোলে হারিয়েছে বার্সেলোনাকে।
শিরোপা লড়াইয়ে এগিয়ে যেতে বার্সেলোনার সামনে জয়ের বিকল্প ছিলো না। কিন্তু স্ট্রাইকারদের ব্যর্থতায় কোন গোলের দেখা পায়নি কাতালানরা। প্রথমার্ধ্বের ইনজুরি সময়ে অ্যাতলেটিকো মাদ্রিদকে এগিয়ে নেন ইয়ামিক ক্যারাসকো।
বাকি সময় কোন দলই আর গোল পায়নি। তাতে জয় নিয়ে মাঠ ছাড়ে অ্যাতলেটিকো। আর বার্সেলোনার জার্সি গায়ে নিজের ৮’শতম ম্যাচটি হতাশই হতে হয়েছে মেসিকে।
এই জয়ে লা লিগার চলতি মৌসুমের পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে ওঠে এসেছে অ্যাতলেটিকো। ৮ ম্যাচে দিয়েগো সিমিওনের দলের পয়েন্ট ২০। সমান পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল সোসিয়েদাদ। ৮ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে দশে বার্সেলোনা।
আরেক ম্যাচে ভিয়ারিয়ালের সাথে ১-১ গোলে ড্র করেছে রিয়াল মাদ্রিদ। চলতি মৌসুমের পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে ওঠে এসেছে ভিয়ারিয়াল। ১০ ম্যাচে তাদের পয়েন্ট ১৯। তাদের চেয়ে এক ম্যাচে কম খেলে ১৭ পয়েন্ট নিয়ে চারে আছে রিয়াল।
আপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন