নিজস্ব প্রতিবেদক: দেশের সর্বত্রে স্থানীয় কাঁচামালভিত্তিক শিল্প কারখানা স্থাপনের লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানিয়েছেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। এছাড়া যেসব জমিতে ফসল হয় না সেসব জমি অধিগ্রহণের মাধ্যমে পর্যাপ্ত অবকাঠামো উন্নয়ন করে শিল্প-কারখানা স্থাপন করা হবে বলেও জানান তিনি।
আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে ‘শিল্পোন্নত বাংলাদেশ ও বঙ্গবন্ধুর স্বপ্ন’শীর্ষক ভার্চ্যুয়াল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শিল্প প্রতিমন্ত্রী।
বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের-বিসিআইসি দুপুরে এই অনুষ্ঠানের আয়োজন করে। বিসিআইসি চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের সাবেক গর্ভনর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন, বিসিআইসি’র আওতাধীন শিল্প কারখানাসমূহের ব্যবস্থাপনা পরিচালকরা অংশ গ্রহণ করেন।
এসময় দেশীয় শিল্পের অনুকূলে আমদানি-রপ্তানি নীতি, ব্যাংকিং নীতি ও শিল্প নীতিকে ঢেলে সাজানোর পরামর্শ দিয়েছেন বক্তারা।
নিজস্ব প্রতিবেদক: করোনা অতিমারির...
বিস্তারিতআপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন