রাজশাহী সংবাদদাতা: সাংবাদিকদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলা প্রত্যাহারের দাবিতে রাজশাহীতে মানববন্ধন করেছে সাংবাদিক ইউনিয়ন। আজ (সোমবার) বেলা ১১টায় শহরের সাহেব বাজার জিরো পয়েন্ট এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় দৈনিক যুগান্তরের সম্পাদক ও জাতীয় প্রেসক্লাবের সভাপতি সাইফুল আলম, রাজশাহীর স্থানীয় দৈনিক সোনালী সংবাদের সম্পাদক লিয়াকত আলীসহ আট সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা মামলাটি অবিলম্বে প্রত্যাহারের দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘যতই মামলা দেয়া হোক, সাংবাদিকের কলম থামানো যাবে না। সাংবাদিক মামলাকে ভয় পায় না। মামলা দিয়ে সাংবাদিকের লিখুনি থামানো যাবে না।’
প্রসঙ্গত ২০১৫ সালের অক্টোবরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ সোহরাওয়ার্দী হলের তৎকালীন আবাসিক শিক্ষক ও কম্পিউটার সায়েন্স বিভাগের অধ্যাপক কাজী জাহিদের বিরুদ্ধে সিট বরাদ্দ নিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে চাঁদা দাবির অভিযোগ ওঠে। এনিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়।
এর জেরে যুগান্তরসহ ১৬টি পত্রিকার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন ক্ষুব্ধ ওই শিক্ষক। তদন্ত শেষে ২০১৯ সালের ২৯ সেপ্টেম্বর চার্জশিট জমা দেন তদন্ত কর্মকর্তা।
এ মামলায় গত শুক্রবার সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জের নিজ বাসা থেকে গ্রেফতার হন যুগান্তরের রাবি প্রতিনিধি সাংবাদিক মানিক রাইহান বাপ্পী। পরে ১৪ নভেম্বর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
গোপালগঞ্জ সংবাদদাতা: গোপালগঞ্জের...
বিস্তারিতচট্টগ্রাম সংবাদদাতা: চট্টগ্রাম...
বিস্তারিতআপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন