লক্ষ্মীপুরে সংবাদদাতা: লক্ষ্মীপুরের ৪ সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে রায়পুরের পৌর মেয়রের মামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় সাংবাদিকরা। আজ (বৃহস্পতিবার) সকালে জেলা প্রেসক্লাবের সামনে লক্ষ্মীপুর সম্পাদক পরিষদের ব্যানারে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি কামাল উদ্দিন হাওলাদার, সাবেক সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল, সম্পাদক পরিষদের নেতা সহিদুল ইসলাম প্রমুখ।
এ সময় বক্তারা সারাদেশে সাংবাদিকদের উপর হামলা, নির্যাতন ও মামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আনুষ্ঠানিকভাবে মেয়রের দুঃখ প্রকাশ করাসহ এক সপ্তাহের মধ্যে মামলা প্রত্যাহারের দাবি জানান। নইলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।
প্রসঙ্গত গত ২৮ অক্টোবর স্থানীয় দৈনিক বাংলার মুকুল পত্রিকায় ‘রায়পুরে ডাকাতিয়া নদী খোকন ডাকাতের কবলে’ শিরোনামে পৌর মেয়র খোকনকে জড়িয়ে সংবাদ প্রকাশিত হয়। পরদিন একই পত্রিকায় অনাকাঙ্খিত শব্দ (ডাকাত খোকন) প্রয়োগের জন্য সংশোধনী প্রকাশ করেন সম্পাদক। পরে ৩১ অক্টোবর ওই পত্রিকার সম্পাদক মিজানুর রহমান মুকুল ও নির্বাহী সম্পাদক আফরোজা আক্তার রাঙ্গা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই সংবাদ প্রচার করায় মোহনা টেলিভিশনের সাংবাদিক রিয়াদ, এশিয়ান টেলিভিশনের সাংবাদিক জহিরুল ইসলাম টিটুকে আসামী করে থানায় মামলা করেন মেয়র খোকন।
গোপালগঞ্জ সংবাদদাতা: গোপালগঞ্জের...
বিস্তারিতচট্টগ্রাম সংবাদদাতা: চট্টগ্রাম...
বিস্তারিতআপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন