আন্তর্জাতিক ডেস্ক: এই শতাব্দীর সবচেয়ে বড় স্বাস্থ্য সংকট করোনা ভাইরাস। বিশ্ববাসীকে আগামী কয়েক দশক ভোগ করতে হবে এর প্রভাব এমনটাই জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
গতকাল (শুক্রবার) জরুরী সভার বৈঠকে একথা বলেন সংস্থার মহাপরিচালক তেদ্রোস আধানম গ্রেব্রেইসাস।
বিশ^ জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, করোনাভাইরাসে বিশ্বে একদিনে ২ লাখ ৮২ হাজার মানুষ সংক্রমিত হয়েছে। এনিয়ে বিশ্বে মোট আক্রান্ত ১ কোটি ৭৭ লাখ ছাড়িয়েছে। মোট প্রাণহানি ৬ লাখ ৮২ হাজারের বেশি।
আক্রান্ত ও মৃতের তালিকার শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র, ব্রাজিল, ও ভারত। দ্বিতীয় দফায় সংক্রমণ বাড়ছে ইউরোপের দেশগুলোতে।
যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ৪৭ লাখ ৫ হাজার ৮৮৯ জন। মোট মৃত্যু হয়েছে ১ লাখ ৫৬ হাজার ৭৪৭ জনের। মোট সুস্থ হয়েছেন ২৩ লাখ ২৭ হাজার ৫৭২ জন।
ব্রাজিলে করোনা আক্রান্ত হয়েছেন ২৬ লাখ ৬৬ হাজার ২৯৮ জন। মোট মৃত্যু হয়েছে ৯২ হাজার ৫৬৮ জনের। মোট সুস্থ হয়েছেন ১৮ লাখ ৮৪ হাজার ৫১ জন।
ভারতে করোনা আক্রান্ত হয়েছেন ১৬ লাখ ৯৭ হাজার ৫৪ জন। মোট মৃত্যু হয়েছে ৩৬ হাজার ৫৫১ জনের। মোট সুস্থ হয়েছেন ১০ লাখ ৯৫ হাজার ৬৪৭ জন।
স্পেনে একদিনে ৩ হাজার, জার্মানি ও ফ্রান্সে নতুন করে এক হাজারের বেশি মানুষ সংক্রমিত হয়েছে।
এর আগে চীনের উহানে করোনা ভাইরাসের উৎপত্তি হয়ে এখন ২১৫ টি দেেেশ বিস্তার লাভ করেছে।
আপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন