মাবুদ আজমী: রাজধানীতে ওয়াসার পাইপ লাইন বসানোর কাজে ধীরগতির কারণে দীর্ঘ মেয়াদে ভোগান্তি পোহাচ্ছেন নগরবাসী। সময়মত কাজ শেষ না করার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠান নাভানা কন্সট্রাকশনকে দায়ি করছে ঢাকা ওয়াসা, তাদেরকে নোটিশও দেয়া হয়েছে। তাদের বিরুদ্ধে মানহীন কাজের অভিযোগও আছে। তবে এ বিষয়ে কথা বলতে রাজি হয়নি নাভানা কর্তৃপক্ষ।
নগরবাসীর জন্য সুপেয় পানি সরবরাহের পাইপ লাইন উন্নত করার কাজ করছে ঢাকা ওয়াসা। ২০১৬ সালে নেয়া এই প্রকল্পের আওতায় রাজধানীর আদাবর, মোহাম্মদপুর, মিরপুর, মহাখালি, গুলশান ও তেজগাঁওয়ের প্রায় ৪০ কিলোমিটার এলাকায় বসানো হচ্ছে পাইপলাইন।
চুক্তি অনুযায়ী এ বছর জুন মাসের মধ্যে কাজ শেষ করার কথা ছিল ঠিকাদারি প্রতিষ্ঠান নাভানা কন্সট্রাকশনের। কিন্তু, কাজ শেষ করতে পারেনি নাভানা। আবার নিুমানের কাজের অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে। মাসের পর মাস রাস্তা খুঁড়ে- বিশাল গর্ত করে ফেলে রাখা হয়েছে। এতে সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছেন নগরবাসী।
ওয়াসার প্রকল্প পরিচালক আখতারুজ্জামান জানিয়েছেন, নির্ধারিত সময়ে কাজ শেষ না করায় নাভানা কন্সট্রাকশনকে নোটিশ দেয়া হয়েছে।
চুক্তি অনুযায়ী নির্ধারিত সময়ে কাজ শেষ করতে না পারয় ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানান ঢাকা ওয়াসার তত্ত্ববধায়ক প্রকৌশলী।
এসব নিয়ে নাভানা কন্সট্রাকশনের বক্তব্য জানতে যোগাযোগ করা হলে তাদের কেউ কথা বলতে রাজি হয়নি।
আপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন