নিজস্ব প্রতিবেদক: রাজধানীর পাইকারি বাজারে কমতে থাকা পেঁয়াজের দাম হঠাৎ আবার কিছুটা বেড়েছে। একদিনের ব্যবধানে সব ধরনের পেঁয়াজের দাম কেজিপ্রতি বেড়েছে ১০ থেকে ২০ টাকা। সপ্তাহের ব্যবধানে চালের কেজিতেও বেড়েছে ৪ থেকে ৫ টাকা। বেড়েছে মরিচ, সয়াবিন তেল ও ময়দার দামও। চড়া সবজি মাছের দামও। বাজারের এমন উর্ধগতিতে হতাশ সাধারণ মানুষ।
পেঁয়াজের ঝাঁজ যেনো কমছেই না। লাফিয়ে বাড়তে থাকা পেঁয়াজের দাম গত সপ্তাহে সে গতিতেই কমতে থাকে। কিন্তু হঠাৎ-ই এ সপ্তাহে তা আবারও কিছুটা বেড়েছে।
শ্যামবাজার ও কাওরান বাজারের পাইকারী বাজারে এক দিনের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ১০টাকা। দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৬০ থেকে ১৭০ টাকা। আর খুচরা বাজারে বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২০০ টাকা।
সরবরাহ কম থাকার অজুহাত দিচ্ছেন ব্যবসায়ীরা। কার্গো বিমানে আনা আমদানি করা পেঁয়াজ এখনো বাজারে আসেনি বলেও জানান তারা।
সপ্তাহের ব্যবধানে চালের কেজি বেড়েছে ৪ থেকে ৫ টাকা। সেই সাথে মরিচ কেজিতে ৪০ টাকা, সয়াবিন তেল ৪ টাকা এবং ৮ থেকে ১০ টাকা বেড়েছে ময়দার দাম।
পরিবহন ধর্মঘটের অজুহাতে আবারও চড়া সবজির বাজার। দাম বেড়েছে মাছেরও। বিক্রেতারা বলছেন, পরিবহন সংকটে অনেক জেলা থেকে বাজারে মাল না আসায় ঘাটতি রয়েছে।
ক্রেতারা বলছেন, বাজারে কোনো ঘাটতি নেই, তদারকি বাড়ানোর দাবি তাদের। তবে অপরিবর্তিত রয়েছে ডিম, মুরগি ও মাংসের দাম।
আপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন