নিজস্ব প্রতিবেদক: দেশে যে বিদেশি সিরিয়ালগুলো চলছে, তা প্রচারে অনুমতি নিতে হবে। এজন্য একটি কমিটি করে দেয়া হবে বলে জানিয়েছন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
আজ (বৃহস্পতিবার) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে বেঙ্গল স্টুডিওতে টেলিভিশন দিবসের সেমিনারে এ কথা জানান তিনি। মন্ত্রী আরো বলেন, আগামী কয়েক মাসের মধ্যে সম্প্রচার কর্মীদের চাকরির নিশ্চয়তায় আইনি সুরক্ষার আওতায় আনা হবে। এ সময় টেলিভিশনের শিল্পের বিকাশে করণীয় বিষয়গুলো তুলে ধরেন গণমাধ্যমের শীর্ষ কর্তাব্যক্তিরা।
বিশ্ব টেলিভিশন দিবস উপলক্ষ্যে সকালে আলোচনা সভাটির আয়োজন করে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার-বিজেসি।
আলোচনায় অংশ নিয়ে দেশের টেলিভিশন খাতের নানা সমস্যা ও সংকট তুলে ধরেন গণমাধ্যমের প্রতিনিধিরা। আলোচনায় বক্তারা বলেন, নানা চ্যালেঞ্জের কারণে দেশের টেলিভিশনগুলো এখন হুমকির মুখে। টেলিভিশন শিল্পকে বাঁচাতে এবং এর বিকাশে সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে।
এ সময় দেশের টেলিভিশনগুলোতে বিদেশি সিরিয়াল দেখানোর ক্ষেত্রে বিচার বিশ্লেষণ করে অনুমতি দেয়া হবে বলে জানান তথ্যমন্ত্রী।
এছাড়া টেলিভিশনকে দর্শকপ্রিয় করতে কন্টেন্ট গবেষণা ওপর তাগিদ দেন তথ্যমন্ত্রী। পাশাপাশি সম্প্রচার কর্মীদের চাকুরির নিশ্চয়তা দেয়ার আশ্বাস দেন তিনি।
এদিকে টেলিভিশনকে কোনো স্বার্থ হাসিলের উদ্দেশ্য ব্যবহার না করতে মালিকদের প্রতিও আহ্বান জানান তথ্যমন্ত্রী।
নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ...
বিস্তারিতনিজস্ব প্রতিবেদক: খালেদা জিয়ার জামিন...
বিস্তারিতআপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন