অনলাইন ডেস্ক: ইন্দোর টেস্টের তৃতীয় দিনে বাংলাদেশের বিপক্ষে ছয় উইকেটে ৪৯৩ রানে ইনিংস ঘোষণা করেছে ভারত। ফলে ৩৪৩ রানে পিছিয়ে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে বাংলাদেশ। এই রিপোর্ট লেখা অবধি বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ৬০ রান। উইকেটে আছেন মুশফিকুর রহিম (৯) এবং মাহমুদউল্লাহ (৬)।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় বাংলাদেশ। দলীয় ১০ রানে ওপেনার ইমরুল কায়েস ৬ রানে ফিরে যান সাজঘরে।
বাংলাদেশের পক্ষে ইনিংসের সূচনা করে ইমরুল কায়েস ও সাদমান ইসলাম। শেষ খবর পাওয়া পর্যন্ত দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের ২ উইকেটে ১৮ রান। উইকেটে আছেন মুমিনুল হক (৬) ও মোহাম্মদ মিঠুন।
৬ উইকেটে ৪৯৩ রানে দ্বিতীয় দিন শেষ করার পর আর তৃতীয় দিনে (শনিবার) ব্যাট করতে নামেনি ভারত। ফলে ৩৪৩ রানের লিড পেয়েছে ভারত।
চেতশ্বর পুজারা ৫৪ রানে বিদায় নেন। অধিনায়ক বিরাট কোহলিকে রানের খাতা খুলার আগেই সাজঘওে পাঠান আবু জায়েদ রাহি। অষ্টম টেস্ট খেলতে নেমে ডাবল সেঞ্চুরি হাঁকান ওপেনার আগরওয়াল। সেঞ্চুরির পথে ছুটতে থাকা আজিঙ্কা রাহানেকেও ফিরিয়েছেন আবু জায়েদ রাহি। রাহানে সাজঘরে ফেরেন ৮৬ রান করে।
আগরওয়াল ৩৩০ বলে ২৪৩ রানের পাহাড় গড়তে সাহায়্য করে ২৮ চার ও ৮ ছক্কা। ১২ রান করা রিদ্ধিমান সাহাকে বোল্ড করেন এবাদত হোসেন। দিন শেষে রবীন্দ্র জাদেজা ৬০ রানে আর উমেস যাদব ২৫ রানে অপরাজিত থাকেন।
ভারতের ছয়টি উইকেটের চারটিই তুলে নিয়েছেন পেসার আবু জায়েদ রাহি। একটি করে উইকেট পেয়েছেন মেহেদি হাসান মিরাজ আর এবাদত হোসেন।
আপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন