টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুর-ভাদ্রা-দপ্তিয়ার সড়কটির বেহাল দশা দীর্ঘদিন ধরেই। ৭৪ লাখ টাকা ব্যয়ে কাজটি শেষ করে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স খান ট্রেডার্স। সংস্কারের এক মাস না পেরোতেই ধস দেখা দিয়েছে এই সড়কে। ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। সংস্কার কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার ও দুর্নীতি হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের।
এলাকাবাসী জানান, কাজের শুরু থেকেই অনিয়মের অভিযোগ করে আসছিল এলাকাবাসী। এ অবস্থায় তড়িঘড়ি ফাটল বন্ধ করতে গেলে বাধা দেয় তারা, নতুন করে সংস্কারের দাবি জানায়।
দপ্তিয়ার ও ভাদ্রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানান, এ ব্যাপারে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগসহ উপজেলা সমন্বয় সভায় অভিযোগ করেও কোন কাজ হয়নি।
স্বাত্তাধিকারী মেসার্স খান ট্রের্ডাস কিসলু খান জানান, তবে অনিয়মের অভিযোগ অস্বীকার করেছেন কাজের দায়িত্বে থাকা ঠিকাদার।
টাঙ্গাইল এলজিইডি নির্বাহী প্রকৌশলী গোলাম আজম জানান, এ ব্যাপারে উপজেলা নির্বাহী প্রকৌশলীর সাথে যোগাযোগ করা হলে, তিনি কথা বলতে রাজি হননি। তবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জানান, ঠিকাদারি প্রতিষ্ঠানকে পুনরায় সড়কটি সংস্কারের জন্য বলা হয়েছে।
টাঙ্গাইলের দুইটি ইউনিয়নের ৩০ হাজার মানুষের চলাচলের একমাত্র ভরসা এ সড়ক। দ্রুত এটি সংস্কারের দাবি জানিয়েছে এলাকাবাসী।
আপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন