ক্রীড়া ডেস্ক: উয়েফা সুপার কাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে লিভারপুল। ইস্তানবুলের ভোডাফোন অ্যারেনা স্টেডিয়ামে ফাইনালের শুরু থেকেই গতিময় ফুটবল খেলে দুইদল। খেলার প্রথামার্ধের ৩৬ মিনিটে ওলিভিয়ের জিরাডের দেয়া গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় চেলসি। দ্বিতীয়ার্ধের শুরুতেই সাদিও মানের গোলে সমতায় ফিরে লিভারপুল। এর পর আর কেউই গোলে দেখা না পেলে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। ৯৫ মিনিটে সাদিও মানের গোলে আবারো এগিয়ে যায় লিভারপুল। ১০১ মিনিটে পেনাল্টিতে চেলসি’র জর্গিনহো গোল করলে খেলা আবারো ড্র হয়। এতে ম্যাচ গড়ায় টাইব্রেকে। পেনাল্টিতে চেলসিকে ৫-৪ গোলে হারায় লিভারপুলের।
ক্রীড়া ডেস্ক: মিরপুরের শেরে বাংলা...
বিস্তারিতআপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন