নিজস্ব প্রতিবেদক : সরকারের কাঁচা চামড়া রপ্তানির সিদ্ধান্ত এই শিল্পকে হুমকির মুখে ফেলবে বলে জানিয়েছেন বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের নেতারা। সকালে ধানমন্ডিতে সংবাদ সম্মেলনে তারা এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবী জানান।
আগামী ২০ আগস্ট থেকে পরবর্তী ২ মাস ট্যানারী মালিকরা সারাদেশে চামড়া সংগ্রহ করবে বলেও জানান সংগঠনের সভাপতি শাহিন আহমেদ। তিনি বলেন, সরকার নির্ধারিত দামেই চামড়া কিনবে ট্যানারিগুলাে। এতে চামড়ার বাজার স্থিতিশীল থাকবে।
ঈদ পরবর্তী চামড়ার বাজার আড়তদার এবং মৌসুমি ব্যবসায়ীরা নিয়ন্ত্রয়ন করে উল্লখ করে সংগঠনের সভাপতি বলেন, চামড়ার বর্তমান বাজারের জন্য দায়ী আড়তদারারা।
এসময়, পশুর শরীর থেকে চামড়া ছাড়ানোসহ বাজার ব্যাবস্থাপনা আধুনিক করার আহ্বান জানান তারা।
আপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন