আন্তর্জাতিক ডেস্ক: আফ্রিকার তানজানিয়ায় একটি জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে অন্তত ৫৭ জন নিহত হয়েছে। স্থানীয় পুলিশ জানিয়েছে, এতে আরও ৬৫ জন আহত হয়েছে। বিস্ফোরণের ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজে দেখা গেছে, ট্যাংকারে আগুন জ্বলছে এবং লোকজন দগ্ধ হয়ে রাস্তায় পড়ে আছে।
স্থানীয়রা জানিয়েছে, ওই ট্যাংকার থেকে লোকজন জ্বালানী নেয়ার চেষ্টা করছিল। সে সময়ই জ্বালানীসহ ট্যাংকারটি উল্টে যায় এবং এতে বিস্ফোরণ ঘটে।
বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে যে, দেশটির মরোগোরো এলাকায় ওই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এটি বন্দর নগরী দারউস সালাম থেকে ২০০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত। মরোগোরো শহর কার্গো এবং জ্বালানী সরবরাহের একটি অন্যতম রুট হিসেবে ব্যবহৃত হয়। এটি তানজানিয়ার বাণিজ্যিক রাজধানী হিসেবে পরিচিত।
আন্তর্জাতিক ডেস্ক : ভারতের নাগরিকত্ব...
বিস্তারিতআপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন