অনলাইন ডেস্ক: প্রতিবছর ঈদের ছুটিতে ঘরমুখো মানুষের চলাচলে ঈদের আগের ও পরের দু’দিন ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট থাকলেও এবার রয়েছে ভিন্ন চিত্র। খুব একটা যানজট না থাকায় স্বস্তিতে বাড়ি যেতে পারছেন এই দুই মহাসড়কের যাত্রীরা।
শনিবার (১০ আগস্ট) দু’টি সড়কেরই যানজটপ্রবণ নারায়ণগঞ্জ অংশ ঘুরে দেখা যায়, যানবাহন স্বাভাবিকভাবে চলাচল করছে। সড়কে রয়েছে ট্রাফিক বিভাগের টিমও।
সংশ্লিষ্টরা বলছেন, নতুন দ্বিতীয় কাঁচপুর সেতু, ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা ফ্লাইওভার, ঢাকা চট্টগ্রাম-মহাসড়কের মেঘনা সেতু ও ফোর লেন চালু থাকায় যানজট একেবারেই নেই বললেই চলে। এ পথে ঘরমুখো মানুষ এবার স্বস্তির নিঃশ্বাস ফেলছেন।
কয়েকটি পরিবহনের যাত্রী এবং চালক ও হেলপারদের সঙ্গে কথা বলেও স্বস্তির বিষয়টি জানা যায়।
নারায়ণগঞ্জ ট্রাফিক পুলিশ জানান, ঢাকা-সিলেট মহাসড়কের যে যানজটটি এখানে ছিল, সেটি এখন একেবারেই নেই। ভুলতা ফ্লাইওভারটি খুলে দেওয়ায় আমাদের জন্য উপকার হয়েছে, পাশাপাশি ঘরমুখো মানুষের স্বস্তি এসেছে। এই ফ্লাইওভারটির আর মাত্র ৫ শতাংশ কাজ বাকি, ঈদের পর ফ্লাইওভারটি বন্ধ রেখে ওইটুকু কাজ সম্পন্ন করা হবে।
তিনি জানান, রোজার ঈদের আগে দ্বিতীয় কাঁচপুর ও মেঘনা সেতুতে যান চলাচল শুরু হওয়ার পর থেকেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমে আসে।
আপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন