নিজস্ব প্রতিবেদক: আসন্ন ঈদুল আজহা ও জাতীয় শোক দিবসকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন র্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ। দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। পশুর হাটে জাল টাকার ছড়াছড়ি ও আজ্ঞান পার্টি দৌরত্বরোধে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। এছাড়া ঈদে ফাঁকা ঢাকার বাসা-বাড়ি, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠাগুলোতে চুরি-ডাকাতি রোধে নিয়মতি টহল দেবে র্যাব। এদিকে কাশ্মির ইস্যুতে দেশের কেউ জল ঘোলা করার চেষ্টা করলে শক্ত হাতে দমন করা হবে বলেও হুঁশিয়ারি দেন র্যাব মহাপরিচালক।
আপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন