নিজস্ব প্রতিবেদক: এডিস মশার কামড়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে যারা মারা গেছে, তাদের পরিবারের কাছে ক্ষমা চেয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম।
বুধবার (০৭ আগস্ট) গুলশান ডিএনসিসি নগর ভবনে মশক নিধন এবং কীটনাশক ছিটানো কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, ডেঙ্গুর প্রাদুর্ভাব ঢাকাসহ সারাদেশে ছড়িয়ে পড়ছে। প্রতিদিনই কোথাও না কোথাও ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে কেউ না কেউ না ফেরার দেশে পাড়ি দিচ্ছেন। এমন পরিস্থিতিতে যত দ্রুত সম্ভব ডেঙ্গুর প্রাদুর্ভাব থেকে দেশকে মুক্তির জন্য প্রধানমন্ত্রী সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন।
সরকারি সব সংস্থা ও জনগণের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে এ পরিস্থিতি থেকে মুক্ত হতে পারব বলে আশা প্রকাশ করেন মেয়র।
এ সময় তিনি বলেন, এডিস মশাকে প্রতিরোধ করতে কীটনাশকের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির প্রয়োজন। এডিস মশা নিয়ন্ত্রণে বছর ব্যাপি কাজ করতে হবে জানিয়ে মেয়র বলেন, আগামি ৫ বছরের জন্য পরিকল্পনা গ্রহণ করা হবে।
'ম্যালাথিওন' নামে কীটনাশক আনা হয়েছে চায়না থেকে, যা আগামীকাল থেকে পর্যায়ক্রমে সকল ওয়ার্ড এ দেয়া হবে। টেকনিক্যাল টিম দ্বারা এই কীটনাশক পরীক্ষা করা হয়েছে বলেও জানান ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল।
নিজস্ব প্রতিবেদক: যুদ্ধাপরাধের দায়ে...
বিস্তারিতঅনলাইন ডেস্ক: বিভিন্ন শ্রেণী-পেশার...
বিস্তারিতআপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন