নিজের পছন্দে বিয়ের স্বাধীনতা বেড়েছে
নিজস্ব প্রতিবেদক: বিয়ের ব্যাপারে এক সময় পরিবার তথা অভিভাবকদের সিদ্ধান্তই ছিল সর্বগ্রাহ্য। ছেলে বা মেয়ের নিজের পছন্দে বিয়ে গ্রামে তো নয়ই, নগর-শহরেও কয়েক দশক আগে ভাবা যেত না। শহর গ্রামে ছিল সেকেলে ঘটক। সংবাদপত্রে পাত্র-পাত্রীর খোঁজে বিজ্ঞাপন আজও কিছু আছে। এসবেও পাল্টেছে অনেক কিছু। নিজের পছন্দে বিয়ের স্বাধীনতা বেড়েছে নানা পরিবর্তনের প্রেক্ষাপটে।
১৬ হাজার কিলোমিটার দূরের দেশ ব্রাজিল। গেল এপ্রিলে সেখান থেকে ছুটে এসেছেন এক মেয়ে রাজবাড়ি বিয়ে করতে। ছেলের সাথে পরিচয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। আলোচিত এই ঘটনার মত খোঁজ করলে পাওয়া যাবে অনেক ঘটনা। যা হয়তো পত্র মিতালির যুগে সংখ্যায় ছিল নগণ্য।
নিজেদের পছন্দে বিয়ে করার প্রবণতা অতীতের চেয়ে বাড়ছে। বৈশাখী টেলিভিশনের উদ্যোগে জেলা প্রতিনিধিদের সহায়তায় গত এক মাসে ৪৭টি বিয়ের উপর এক জরিপ চালিয়ে দেখা যায় ৮৫ শতাংশ বিয়ে হয়েছে শুধু পরিবারের পছন্দে। বাকী ১৫ শতাংশ বর কনের পছন্দে। এর মধ্যে পারিবারিক যোগাযোগে বিয়ে ৫৩ শতাংশ, ঘটকের মাধ্যমে হয়েছে ৩৮ শতাংশ। বিয়ে নিয়েও হচ্ছে প্রজন্মের দৃষ্টিভঙ্গির পরিবর্তন।
এক সরকারি জরিপে দেশে ছেলে ও মেয়েদের বিয়ে করার গড় বয়স এক প্রজন্মের ব্যবধানে তিন বছর বেড়েছে। এক সময় ছিল ১৯ বছর যা এখন ২২। পরিসংখ্যান ব্যুরোর সাম্প্রতিক এক জরিপে বলা হচ্ছে মেয়েদের বিয়ে করার গড় বয়স এখনও স্থির থাকলেও ছেলেদেরটা বেড়ে হয়েছে ২২ থেকে ২৬ বছর।
নাটক কিংবা সিনেমায় এমনকি মঞ্চ অভিনয়েও বরাবর বিয়ের ঘটককে চিত্রায়িত করা হয় পাঞ্জাবী, পায়জামা, সেন্ডেল, মাথায় টুপি, বগলে ছাতা ও হাতে পাত্র-পাত্রীর ছবি ভর্তি ছোট ব্যাগ। গ্রামাঞ্চলে আজও এমন ঘটক মিললেও ঢাকায় আছে কারো সুসজ্জিত কার্যালয়। প্রতিযোগিতাপূর্ণ জীবন ও প্রযুক্তি কোন কোন ঘটকের জন্য আশীর্বাদ হলেও কারো জন্য এনেছে দুর্দিন।
দুনিয়াজুড়েই অচেনা পাত্র-পাত্রীর মধ্যে সেতু বন্ধন তৈরী করতে’ ম্যাচ ম্যাকিং বা ম্যাচ ম্যাকার’ নামে অনেক ওয়েবসাইট গড়ে উঠছে। দেশে এর বি¯তৃতি এখনও ততোটা হয়ে উঠেনি।
এই বিভাগের আরো খবর
নিজস্ব প্রতিবেদক: নতুন বছরের শুরুতেই ইলেকট্রনিক পাসপোর্ট বা ই-পাসপোর্ট হাতে পাবেন নাগরিকরা। এর আগে ডিসেম্বরের শেষ নাগাদ পরীক্ষামূলক...
নিজস্ব প্রতিবেদক: থানা আর পুলিশের ডাম্পিং জোনে দীর্ঘদিন পড়ে থেকে নষ্ট হচ্ছে হাজার হাজার যানবাহন। বিভিন্ন কারণে ট্রাফিক পুলিশের আটক করা...
ঝালকাঠি প্রতিনিধি: বর্ষা মৌসুমে ঝালকাঠি ও পিরোজপুর জেলার সীমান্তবর্তী আটঘরে জমে উঠেছে দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় নৌকারহাট। স্থানীয়ভাবে...
নিজস্ব প্রতিবেদক: টাকা দিলেই মেলে ড্রাইভিং লাইসেন্স। পরীক্ষা দেয়ারও দরকার পড়ে না। তবে এ জন্য লাইসেন্স গ্রাহককে গুণতে হয় নির্ধারিত ফি এর...
নিজস্ব প্রতিবেদক: প্রমত্তা মেঘনা আর বঙ্গোপসাগরের বিশাল জলরাশির প্রচণ্ড দাপটে ভাঙ্গাগড়ার খেলায় ভালো নেই হাতিয়া দ্বীপের মানুষ। নদী...
নিজস্ব প্রতিবেদক: বিপজ্জনক ও বিস্ফোরক হাইড্রোজেন গ্যাস দিয়ে বেলুন ফুলিয়ে উড়ানো হচ্ছে বিভিন্ন অনুষ্ঠানে। নানা উৎসবে শিশুদের হাতে হাতে...
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন
আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না. প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *