সংরক্ষিত নারী আসনে আজও আবেদনপত্র দিচ্ছে আ.লীগ
নিজস্ব প্রতিবেদক: একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়নের আবেদনপত্র সংগ্রহের সময়সীমা আরো একদিন বাড়িয়েছে আওয়ামী লীগ। আজ শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দলীয় মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ করা যাবে এবং আগামী ২০ জানুয়ারি রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত তা জমা দেওয়া যাবে। আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এ কথা জানান। বিপ্লব জানান, আওয়ামী লীগের মনোনয়ন বিতরণের তৃতীয় দিনে ৩২২ জন মনোনয়ন প্রত্যাশী আবেদনপত্র সংগ্রহ করেছেন। এর আগে গত দুদিনে এক হাজার ৫৭ জন প্রার্থী দলীয় মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ করেছেন। এতে দলীয় মনোনয়ন প্রত্যাশী মোট প্রার্থীর সংখ্যা দাঁড়াল এক হাজার ৩৮১ জন।
বৃহস্পতিবার যারা মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ করেছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য ও ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মারুফা আক্তার পপি, মহিলা আওয়ামী লীগের সভাপতি সাফিয়া খাতুন, যুব মহিলা লীগের সভাপতি নাজমা আক্তার, সাংগঠনিক সম্পাদক ও ইডেন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি জেসমিন শামীমা নিঝুম ও মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সাবিনা ইয়াসমিন প্রমুখ।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গত মঙ্গলবার সকালে দশটায় রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ মহিলা আওয়ামী লীগ নেত্রী নার্গিস রহমানকে মনোনয়নের আবেদনপত্র দেওয়ার মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন।
এরপর থেকে প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সংরক্ষিত নারী আসনের মনোনয়নের আবেদনপত্র বিতরণ করছে আওয়ামী লীগ। এ সময়ের মধ্যে আবেদনপত্র জমা নেয়াও হচ্ছে। মনোনয়নের আবেদনপত্রের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩০ হাজার টাকা।
এই বিভাগের আরো খবর
নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রদর্শনীতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরআগে...
নিজস্ব প্রতিবেদক: একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ৪৯ জন নারী সংসদ সদস্য (এমপি) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। শনিবার (১৬...
চাঁদপুর প্রতিনিধি : একাত্তরে ভুলের জন্য জামায়াতকে ক্ষমা চাইতে বলা ও দল থেকে পদত্যাগ করায় দলটির সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল...
নিজস্ব প্রতিবেদক: সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারণে রোহিঙ্গা সংকটের সমাধানে হচ্ছে না বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব...
নিজস্ব প্রতিবেদক: জামায়াতে ইসলামী ক্ষমা চাইলেও যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের বিচার বন্ধ হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ...
নিজস্ব প্রতিবেদক: একাদশ জাতীয় সংসদের ১৬২ কিশোরগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের নির্বাচিত সংসদ সদস্য সৈয়দা জাকিয়া নুরের শপথ গ্রহণ অনুষ্ঠান জাতীয়...
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন
আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না. প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *