নিজস্ব প্রতিবেদক: কেবল দেশের ভেতর থেকেই নয়, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে শুভেচ্ছা ও অভিনন্দন বার্তা আসছে বিশ্বের বিভিন্ন দেশ থেকে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ভারত, চীন, ফিলিস্তিনসহ বিভিন্ন দেশের নেতৃবৃন্দ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সকালে টেলিফোন করে শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এসময় দুই প্রধানমন্ত্রী বাংলাদেশ ও ভারতের উন্নয়নে একসাথে কাজ করার কথা বলেন বলে জানায় প্রধানমন্ত্রীর প্রেস-উইং। ফোনালাপে দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লি¬ষ্ট বিষয়ে দুই নেতা বেশ কিছু সময় কথা বলেন। আগামীতে বাংলাদেশের সাথে ভারত আরও নিবিড়ভাবে কাজ করবে এবং দুই দেশের বন্ধুত্ব আরও উন্নত হবে বলে দুই নেতা আশা প্রকাশ করেন। এদিকে, চীনের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী, ভুটানের রাজা ও প্রধানমন্ত্রী, নেপালের প্রধানমন্ত্রী, ফিলিস্তিনের প্রেসিডেন্ট এবং ভারতের পশ্চিমবঙ্গ ত্রিপুরার মুখ্যমন্ত্রীরা জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়ে শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
চট্টগ্রাম প্রতিনিধি: একাদশ জাতীয়...
বিস্তারিতআপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন