নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জে গ্যাস লাইনের লিকেজ থেকে আগুনে নারী ও শিশুসহ একই পরিবারের ৯জন দগ্ধ হয়েছে। ভোরে ফতুল্লায় হক বাজারের কাছে এই বিস্ফোরণ ঘটে। স্থানীয়রা জানায়, জাকির মিয়ার তিনতলা ভবনে একটি ফ্ল্যাটে আগুন লাগে। পরে চিৎকার শুনে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়। দগ্ধরা হলেন- শ্রীনাথ চন্দ্র বর্মণ, তার স্ত্রী অর্চনা বর্মন, তাদের সন্তান অনামিকা, ও অপ্রীত। এছাড়া দগ্ধ হন শ্রীনাথের মা ছায়া রানী, বোন সুমিত্রা, বোন জামাই নারায়ণ, ভাগ্নে প্রমীত ও শাওন। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
আপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন