ডেস্ক প্রতিবেদন : সংসদ নির্বাচনের প্রচারণা শুরু হয়েছে এক সপ্তাহ। তবে এখনো ব্যস্ততা কমেনি সারাদেশের ছাপাখানাগুলোয়। কুমিল্লা ও নওগাঁর ছাপাখানা ঘুরে দেখা গেলো, সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চলছে কাজ। দম ফেলার সময় নেই মালিক ও শ্রমিকদের। ছাপাখানার মালিকরা জানান, সময়মতো অর্ডার সরবরাহ করাই এখন তাদের কাছে চ্যালেঞ্জ।
একাদশ জাতীয় নির্বাচনের প্রতীক বরাদ্দের পর থেকেই ভীড় বেড়েছে ছাপাখানায়। ফলে দিনরাত চলছে ছাপার কাজ। দম ফালানোর সময় নেই মালিক-শ্রমিকদের। কুমিল্লার প্রেস পাড়া খ্যাত নিউ মার্কেট ও নতুন চৌধুরী পাড়ায় ব্যানার, পোস্টার, লিফলেট ছাপানোয় ব্যস্ত শ্রমিকরা। নির্বাচনে সব দলের অংশ নেয়ায় এবার ব্যবসা ভালো হচ্ছে বলে জানান ব্যবসায়ীরা।
এদিকে, নওগাঁ শহরের হোটেলপট্টি ও লাইব্রেরিপট্টির ছাপাখানাপাড়াগুলোয় সারাবছর কাজ না থাকলেও এখন দম ফেলার সময় নেই। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত কাজ করছেন কারিগররা। তবে, ছাপাখানার পাশাপাশি ডিজিটাল মেশিনে পোস্টার ও ব্যানার ছাপানোর চাহিদাও বেড়েছে। আর বাড়তি কাজ ও বেশি পারিশ্রমিক পাওয়ায় শ্রমিকরা খুশি।
কুমিল্লার ১১টি আসনে ৮৪ জন এবং নওগাঁর ৬টি সংসদীয় আসনে ২৮ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
চট্টগ্রাম প্রতিনিধি: একাদশ জাতীয়...
বিস্তারিতআপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন