সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা-৪ (শ্যামনগর ও কালিগঞ্জ আংশিক) আসনের ২০ দলীয় জোট প্রার্থী জামায়াত নেতা গাজী নজরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার বেলা আড়াইটায় শ্যামনগরের ইসমাইলপুর নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। একই সময়ে শ্যামনগর উপজেলা পরিষদের বহিস্কৃত চেয়ারম্যান জামায়াতের উপজেলা আমির আবদুল বারী, পদ্মপুকুর ইউনিয়ন জামায়াতের আমির আব্দুর রবকেও গ্রেপ্তার করা হয়েছে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন ঘটনায় দায়েরকৃত ২০টি মামলা রয়েছে। এছাড়া মওলানা বারীর বিরুদ্ধেও রয়েছে নাশকতার কয়েকটি করে মামলা।
ইসমাইলপুরে নিজের বাড়িতে জামায়াত নেতাদের নিয়ে বৈঠক করছিলেন সংসদ সদস্য প্রার্থী গাজী নজরুল। ওই সময় তাদেরকে গ্রেপ্তার করে বলে জানিয়েছে পুলিশ।
গাজী নজরুল ১৯৯১ সালে জামায়াতের এবং ২০০১ সালে বিএনপি-জামায়াত জোটের প্রার্থী হিসেবে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছিলেন। ২০০৮ সালের নির্বাচনে তিনি হেরেছিলেন মহাজোট প্রার্থী জাতীয় পার্টির গোলাম রেজার কাছে।
আপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন