দেশের বিচার বিভাগ পুরোপুরি স্বাধীন :আইনমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: দেশের বিচার বিভাগ পুরোপুরি স্বাধীন মন্তব্য করে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, সরকার বিচার বিভাগের সাথে কোন ধরনের বিমাতাসুলভ আচরণ করছে না।
রাষ্ট্রীয়ভাবে বিচার বিভাগকে যোগ্য মর্যাদা দেয়া হচ্ছে। সরকার বিচার বিভাগের সাথে বিমাতাসুলভ আচরণ করেছে প্রধান বিচারপতির এমন মন্তব্যের প্রেক্ষিতে আইনমন্ত্রী এসব কথা বলেন।
‘যদি প্রধান বিচারপতির মনে কোনো ক্ষোভ থাকে, বিচার বিভাগ নিয়ে কোনো কথা থাকে, তাহলে তিনি সরকারের সঙ্গে আলোচনা করতে পারেন’, যোগ করেন আইনমন্ত্রী।
আজ দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আইনমন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, পৃথিবীর কোন দেশের প্রধান বিচারপতি জনসম্মুখে এতো বিষয়ে কথা বলেন না। বাংলাদেশ গণতান্ত্রিক রাষ্ট্র বলেই প্রধান বিচারপতির সে বিষয়ে হস্তক্ষেপ করা হয় না।
তারপরও প্রধান বিচারপতির সরকারের সমালোচনা করা দুুঃখজনক বলে মন্তব্য করেন আইনমন্ত্রী। তিনি বলেন, সরকারের প্রতি কোন ধরনের ক্ষোভ থাকলে প্রধান বিচারপতি জনসম্মুখে উষ্মা প্রকাশ না করে সরকারের সাথে সরাসরি আলোচনা করতে পারেন ।
গত সোমবার প্রধান বিচারপতি এস কে সিনহা একটি অনুষ্ঠানে বলেন, ‘প্রশাসন চায় না বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করুক।’ এর পর গতকাল আরেকটি অনুষ্ঠানে তিনি মন্তব্য করেন, ‘দেশে শুধু অর্থনৈতিক উন্নয়নই যথেষ্ট নয়, সুশাসনও দরকার।’
আজকের সংবাদ সম্মেলনে প্রধান বিচারপতির গত দুদিনের বক্তব্য উল্লেখ করে সাংবাদিকরা আইনমন্ত্রীর কাছে জানতে চান, আসলে এই বিরোধের কারণ কী? জবাবে আনিসুল হক এসব কথা বলেন।
এই বিভাগের আরো খবর
নিজস্ব প্রতিবেদক: একাদশ সংসদ নির্বাচন চ্যালেঞ্জ করে হাইকোর্টে বিএনপির সাত প্রার্থী মামলা করেছে। বুধবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় ধানের...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে ব্যাংকের টাকা আত্মসাতের অভিযোগে এক সাবেক ব্যাংক কর্মকর্তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়া, ৪ লাখ ২...
নিজস্ব প্রতিবেদক : ব্যাংকিং খাতের গত ২০ বছরে ঋণ খেলাপি ও অর্থ পাচারকারীদের তালিকা করে এই বিষয়ে প্রতিবেদন জমা দিতে বাংলাদেশ ব্যাংককে...
নিজস্ব প্রতিবেদক : বনানীর একটি হোটেলে দুই তরুণী ধর্ষণের মামলার প্রধান আসামি সাফাত আহমেদের জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠিয়েছে আদালত।...
নিজস্ব প্রতিবেদক: হাইকোর্ট বিভাগের বিচারপতিকে যথাযথ সম্মান না দেখানোয় আদালত অবমানার অভিযোগে ফেনীর সাবেক জেলা জজ ফিরোজ আলমকে দোষী...
নিজস্ব প্রতিবেদক: শিশু আদালতে বিচারাধীন কোনো শিশুর নাম, ঠিকানা, ছবি ও তার পরিচিতি প্রচার বা প্রকাশে দেশের সকল গণমাধ্যমকে সতর্ক থাকতে বলেছে...
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন
আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না. প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *