সাফ ফুটবলের ফাইনালে ভারত ও মালদ্বীপ
বৈশাখী স্পোর্টস: সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে ভারত ও মালদ্বীপ। সন্ধ্যায় দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে ৩-১ গোলে জিতে ফাইনালে ওঠে ভারত। অন্যদিকে দিনের প্রথম সেমিতে নেপালকে ৩-০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে মালদ্বীপ। শরিফুল আলম সরকারের প্রতিবেদন।
ম্যাচটা চিরপ্রতিদ্বন্দী ভারত ও পাকিস্তানের তাই মাঠে উত্তাপ ছড়াবে সেটাই স্বাভাবিক। কিন্তু হাতাহাতির ঘটনা অপ্রত্যাশিত। ৮৩ মিনিটে সুমিত পাতির স্কোরে ভারত যখন এগিয়ে যায় ৩-০ গোলে, তখনই বাধে বিপত্তি। ঘটে হাতাহাতির ঘটনা। শেষ পর্যন্ত পাকিস্তান ১ গোল শোধ করলেও ম্যাচের ফেরা হয়নি আর তাদের।
বঙ্গবন্ধু জাতীয় ফুটবল স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই দাপুটে ফুটবল খেলতে থাকে ভারতীয়রা। কম যায়নি পাকিস্তাানও। তাই ম্যাচের প্রথমার্ধ শেষ হয় গোল শুন্য ভাবেই।
দ্বিতীয়ার্ধের আরো দূর্বার ভারত। ম্যাচের ৬০ ও ৮৬ মিনিটে মানবির সিংয়ের স্কোরে ২-০ তে লিড পায় ভারত। আর শেষ ফিনিসিং দেন সুমিত পাতি। শেষ পর্যন্ত পাকিস্তানের বিপক্ষে ৩-১ গোলের জয় নিয়েই ফাইনাল নিশ্চিত করে ভারত।
এদিকে দিনের প্রথম সেমিতে মালদ্বীপের কাছে ৩-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে নেপাল। আর রোববার ফাইনালে ভারতের প্রতিপক্ষ মালদ্বীপ।
এই বিভাগের আরো খবর
স্পোর্টস ডেস্ক: ক্রাইস্টচার্চে তিন ম্যাচের সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশেকে আট উইকেটে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত...
ক্রীড়া ডেস্ক: দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিন শেষে দক্ষিণ আফ্রিকা থেকে ২২১ রান পিছিয়ে আছে শ্রীলঙ্কা। ডারবানে টসে হেরে ব্যাট...
ক্রীড়া ডেস্ক: অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ভারত। বিশ্বকাপের আগে এটিই ভারতের...
স্পোর্টস ডেস্ক: ইউরোপা লিগে অঘটনের শিকার হয়েছে ইংলিশ ক্লাব আর্সেনাল। বেলারুশের ক্লাব বেইটের কাছে ১-০ গোলে হেরেছে গার্নাররা। অন্যদিকে...
ক্রীড়া ডেস্ক: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অব সিক্সটিনের প্রথম লেগের ম্যাচে জয় পেয়েছে স্প্যানিশ জায়ান্ট বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল...
ক্রীড়া ডেস্ক: দুই ম্যাচ সিরিজের উদ্বোধনী টেষ্টের প্রথম দিন শেষে দক্ষিণ আফ্রিকার থেকে ১৮৬ রানে পিছিয়ে রয়েছে শ্রীলঙ্কা। ডারবানে টস হেরে...
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন
আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না. প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *