দেশ গড়ায় অংশ নিতে আহ্বান রাষ্ট্রপতির, ইউজিসি স্বর্ণপদক পেলেন ৩৫ জন
নিজস্ব প্রতিবেদক: মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ব্দ্ধু হয়ে দেশ গড়ায় অংশ নেয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ। দেশে উচ্চশিক্ষার মান এখন আর্ন্তজাতিক পর্যায়ে রয়েছে মন্তব্য করে তা ধরে রাখার আহ্বানও জানান তিনি। মঙ্গলবার বিকেলে, রাজধানীতে ইউজিসি স্বর্ণপদক প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন রাষ্ট্রপতি। উচ্চশিক্ষার প্রতিটি স্তরে মূল্যায়ণ ও তত্ত্বাবধান জোরদার করার তাগিদও দেন তিনি।
‘ইউজিসি স্বর্ণপদক’ ২০১৬ ও ২০১৭ প্রদান উপলক্ষে রাজধানীর একটি হোটেলে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের এই আয়োজন। প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে যোগ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ।
অনুষ্ঠানের শুরুতেই উচ্চশিক্ষায় মৌলিক গবেষণা ও প্রকাশনার জন্য সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৩৫ জন শিক্ষক ও গবেষকের হাতে পদক তুলে দেন রাষ্ট্রপতি। পরে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান সম্মানান স্মারণ প্রদান করেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদকে।
অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশে উচ্চশিক্ষায় এখন বিশ্বমানের পরিবেশ সৃষ্টি হয়েছে। এই মান ধরে রাখতে ও এগিয়ে নেয়ার তাগিদ দেন তিনি।
শিক্ষক ও শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ গড়ায় কাজ করে যাওয়ার আহ্বান জানান রাষ্ট্রপতি।
শিক্ষার পাশাপাশি শিক্ষা সহায়ক পাঠদানে শিক্ষকদের এগিয়ে আসার আহ্বান জানান রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ।
এই বিভাগের আরো খবর
নিজস্ব প্রতিবেদক: অভাব নয়, অতিলোভে মানুষ দুর্নীতি করছে বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ। রবিবার সকালে,...
নিজস্ব প্রতিবেদক: টঙ্গীর তুরাগ তীরে চলছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। দিল্লীর তাবলিগ জামাতের মুরব্বি মাওলানা সা’দ কান্ধলভী’র...
ডেস্ক প্রতিবেদন: বিশ্বের সবচেয়ে যানজটের শহর এখন ঢাকা। এর পরেই রয়েছে ভারতের কলকাতা শহর। তৃতীয় অবস্থানে রয়েছে নয়াদিল্লি। অনলাইনভিত্তিক...
নিজস্ব প্রতিবেদক: ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মিজোরামে একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে কেঁপে উঠেছে রাজ্যটির সীমান্তবর্তী...
নিজস্ব প্রতিবেদক:প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, বড় রাজনৈতিক দলগুলোর স্থানীয় সরকার নির্বাচনে অংশ না নেয়া হতাশাজনক। নির্বাচন কমিশন...
নিজস্ব প্রতিবেদক: পশ্চিমা লঘুচাপের প্রভাবে রোববার- ১৭ ফেব্রুয়ারি ভোরে রাজধানীতে মুষলধারে বৃষ্টি হয়েছে। ভোর ছয়টা থেকেই আকাশ ভারী মেঘে ঢেকে...
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন
আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না. প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *