শরীয়তপুরের এবার পদ্মার ভাঙন রাজবাড়ীতে
ন্যাশনাল ডেস্ক : লালমনিরহাটে তিস্তা ও ধরলা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে পানিবন্দী হয়ে পড়েছে হাজার হাজার মানুষ। এদিকে, কুড়িগ্রামে উজান থেকে নেমে আসা ঢলে ব্রহ্মপুত্র, তিস্তা ও ধরলার পানি বৃদ্ধি পেয়ে নিæাঞ্চলগুলো প্লাবিত হয়েছে। অন্যদিকে, রাজবাড়ির কয়েকটি স্থানে শুরু হয়েছে তীব্র নদী ভাঙন। বিলীন হয়েছে কয়েক হাজার বসত বাড়ি ও ফসলি জমি। এছাড়া, শরীয়তপুরে অব্যাহত রয়েছে পদ্মার ভাঙন।
লালমনিরহাটে উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে তিস্তা ও ধরলা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। বিপদসীমার ৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে ধরলা ও তিস্তার পানি। ফলে জেলার পাটগ্রাম, হাতীবান্ধা, কালিগঞ্জ, আদিতমারী ও সদর উপজেলার ২৫টি গ্রামের ২০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।
এদিকে, কুড়িগ্রামে উজান থেকে নেমে আসা ঢলে ব্রহ্মপুত্র, তিস্তা ও ধরলার পানি বৃদ্ধি পেয়ে নিæাঞ্চলগুলো প্লাবিত হয়েছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, গত ১২ ঘন্টায় ধরলা নদীর পানি সেতু পয়েন্টে ৯৭ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার সামান্য নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
অন্যদিকে, রাজবাড়ির কয়েকটি স্থানেও শুরু হয়েছে নদী ভাঙন। ইতিমধ্যেই বরাট, দেব গ্রাম, বালিয়াকান্দি, দৌলতদিয়া, কালুখালীসহ বিভিন্ন এলাকার পাঁচ শতাধিক বসত বাড়ি ও কয়েক হাজার হেক্টর ফসলী জমি নদীগর্ভে বিলিন হয়েছে প্রায়।
কর্তৃপক্ষ জানিয়েছে পদ্মানদী থেকে বালি কাটার কারনেই ভাঙ্গন দেখা দিয়েছে। তবে এরইমধ্যে ভাঙ্গন রোধে বালু ভর্তি জিও বাগ ফেলা হয়েছে।
এছাড়া, অব্যাহত রয়েছে শরীয়তপুরে পদ্মা নদীর ভাঙন। জেলার মোক্তারেরচর, কেদারপুর, ঘরিসার ও নড়িয়া পৌরসভার ১৫টি গ্রামে প্রায় চার হাজার পরিবার গৃহহীন হয়েছে।
এই বিভাগের আরো খবর
শেরপুর প্রতিনিধি : অবৈধভাবে বালু উত্তোলনে দিন দিন হুমকির মুখে পড়েছে শেরপুরের চেল্লানদী। ফলে একদিকে নদীটি যেমন হারাচ্ছে তাঁর নাব্যতা তেমনি...
লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের আঞ্চলিক সড়কগুলো দাপিয়ে বেড়াচ্ছে অটোরিক্সা। তবে, এসব অটোরিক্সার বেশিরভাগ চালকেরই নেই লাইসেন্স। অদক্ষ...
মাদারীপুর প্রতিনিধি : ঘন কুয়াশার কারণে ৫ ঘণ্টা বন্ধ থাকার পর কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। রোববার রাত তিনটা থেকে...
ডেস্ক প্রতিবেদন: তিন জেলায় পুলিশের সাথে গোলাগুলিতে তিনজন নিহত হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত ও রোববার ভোরে এই ঘটনা ঘটে। কুমিল্লার...
চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুর প্রেসক্লাবের নবাগত কার্যপরিচালনা কমিটির সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিবাগত রাতে প্রেসক্লাব প্রাঙ্গণে এ...
ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ব্যক্তি উদ্যোগে কাঁচা রাস্তা নির্মাণ করেছেন এক ব্যবসায়ী। এতে ভোগান্তি কমেছে তিন গ্রামের প্রায়...
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন
আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না. প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *