এসপি মিজান ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
নিজস্ব প্রতিবেদক: অবৈধ সম্পদ অর্জনের দায়ে পুলিশ সুপার মিজানুর রহমান ও স্ত্রী নীপা মিজানের বিরুদ্ধে পৃথক দুইটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার রাজধানীর তেজগাঁও মডেল থানায় দুদকের সহকারী পরিচালক মো. ফারুক আহমেদ মামলা দুইটি দায়ের করেন।
মামলা সূত্রে জানা যায়, পুলিশ সুপার পদমর্যাদার রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) কমান্ড্যান্ট মিজানুর রহমানের নামে প্রায় ১ কোটি ১৭ লাখ টাকা ও তার স্ত্রী নীপা মিজানের নামে দুই কোটি ৩২ লাখ টাকার অবৈধ সম্পদের প্রমাণ পেয়েছে দুদক।
দুদক জানায়, এসপি মিজানের নামে তার নিজ জেলা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ৯৮ লাখ ৪০ হাজার টাকার বাড়িসহ ১৩.০৮ একর জমি, ঢাকার তেজকুনিপাড়ায় ১৮০০ বর্গফুট ও ১৭১৮ বর্গফুটের দুইটি ফ্ল্যাট, ঢাকার জুড়াইনে একটি দোকান, মিরপুরসহ বিভিন্ন মৌজার তিন দাগে ১৫ শতাংশ জমি, উত্তরায় তিন কাঠার আরেকটি প্লট রয়েছে। এছাড়া তার নামে ব্যাংকে ৯১ লাখ ১২ হাজার ৫৪৭ টাকা ও ৭৫ লাখ টাকার এফডিআর, মোল্লা এনপিকেএস লিমিটেড সার কারখানার নামে দুই লাখ টাকার শেয়ারের তথ্যও পাওয়া গেছে। পাশাপাশি মেঘনা ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড, মেসার্স খোয়াজ ফার্টিলাইজার, ফার্ম নেস্ট অ্যান্ড মিল্ক প্রডাক্টস লিমিটেড ও একটি মাইক্রোবাসের মালিকানারর প্রমাণ পেয়েছে দুদক।
অন্যদিকে, মিজানের স্ত্রী নীপা মিজানের নামে উল্লেখযোগ্য সম্পদের মধ্যে ঢাকার মিরপুর মাজার রোডে তিন তলা ভবনসহ পাঁচ কাঠার জমি, দুই কাঠা জমিতে দোকান, ঢাকার কেরানীগঞ্জে দুই তলা বাড়িসহ ১০ শতাংশ জমি ও ৬৬ শতাংশ জমি, তেজকুনিপাড়ায় ১৮০০ বর্গফুটের একটি ফ্ল্যাট, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ৫.৩৮ একর জমি এবং ব্যবসায়ীক মূলধন ও নগদ অর্থসহ মোট সাত কোটি আট লাখ ৬৩ হাজার ৩৮৪ টাকার অস্থাবর সম্পদ রয়েছে।
এছাড়া, সাভারের হেমায়েতপুরের আলীপুর ব্রিজ জমির ওপর বাড়ি তৈরি ও মিরপুরের মাজার রোডের আলমাস টাওয়ারের পাশে আরও একটি বাড়ি নির্মাণে পুলিশের ৬০জন সদস্যকে শ্রমিক হিসেবে কাজ করানোর অভিযোগও পাওয়া গেছে মিজানুর রহমানের বিরুদ্ধে।
এই বিভাগের আরো খবর
নিজস্ব প্রতিবেদক: অভাব নয়, অতিলোভে মানুষ দুর্নীতি করছে বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ। রবিবার সকালে,...
ডেস্ক প্রতিবেদন: পশ্চিমা লঘুচাপের কারণে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় ঝড়ো হাওয়া, শিলা ও বজ্রবৃষ্টি হয়েছে। পশ্চিমা লঘুচাপের কারণে রোববার...
নিজস্ব প্রতিবেদক: আগামী দুই বছরের জন্য রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্পে ৫ শতাংশ প্রণোদনা দেয়ার দাবি জানিয়েছেন বিজিএমইএ এর প্রেসিডেন্ট...
নিজস্ব প্রতিবেদক:প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, বড় রাজনৈতিক দলগুলোর স্থানীয় সরকার নির্বাচনে অংশ না নেয়া হতাশাজনক। নির্বাচন কমিশন...
নিজস্ব প্রতিবেদক: দেশে লিভারের রোগে আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। এরমধ্যে লিভারে চর্বি জমে যাওয়া ফেটি লিভার রোগীর সংখ্যাই বেশি।...
নিজস্ব প্রতিবেদক : পূর্ব ঘোষণা ছাড়া সকাল থেকে হঠাৎ করেই গ্যাস নেই সাভার থেকে রাজধানীর আজিমপুর পর্যন্ত এলাকায়। এক নোটিশে তিতাস কর্তৃপক্ষ...
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন
আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না. প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *