ইভিএম ব্যবহারে বিএনপির ভয়, স্বাগত আওয়ামী লীগের
নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারে নির্বাচন কমিশনের উদ্যোগকে বিএনপি ভয় পেলেও স্বাগত জানিয়েছে আওয়ামী লীগ। কোন ইস্যুতে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে কঠোর হাতে তা দমন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগ নেতারা। সরকারকে প্রশ্নবিদ্ধ করতে বিরোধীপক্ষ নানা ষড়যন্ত্র করার চেষ্টা করবে বলেও জানান তারা। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন আওয়ামী লীগের সিনিয়র নেতারা।
জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ এই আলোচনা সভার আয়োজন করেছে। সভায় যোগ দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আগামী নির্বাচনে ইভিএম ব্যবহারে নির্বাচন কমিশনের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে বিএনপি উঠে পড়ে লেগেছে। তাই ইভিএম ব্যবহার নিয়ে জল ঘোলা করার চেষ্টা করা হচ্ছে।
এর আগে সকালে, রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তিনি বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে। রাজনীতির নামে অরাজকতা করলে কোনো ছাড় দেয়া হবে না।
জাতির জনকের ৪৩তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় মোহাম্মদ নাসিম বলেন, আগামী ডিসেম্বরের নির্বাচনে বিএনপিকেও অংশ নিতে হবে। নির্বাচনে না এলে দলটি অস্তিত্ব সংকটে পড়বে বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে, সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত কমিটির বৈঠক শেষে নির্বাচনের আগে গঠিত অন্তবর্তিকালীন সরকার গঠনের বিষয়ে কথা বলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। তিনি জানান, অক্টোবরেই এই সরকার কাজ শুরু করবে।
নির্বাচনের আগে সরকারবিরোধী শক্তি নানা ষড়যন্ত্র করতে পারে। সে বিষয়ে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান আওয়ামী লীগ নেতারা।
এই বিভাগের আরো খবর
নিজস্ব প্রতিবেদক: জামায়াতে ইসলামী ক্ষমা চাইলেও যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের বিচার বন্ধ হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ...
নিজস্ব প্রতিবেদক: একাদশ জাতীয় সংসদের ১৬২ কিশোরগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের নির্বাচিত সংসদ সদস্য সৈয়দা জাকিয়া নুরের শপথ গ্রহণ অনুষ্ঠান জাতীয়...
নিজস্ব প্রতিবেদক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে গত ১৯ ডিসেম্বর পদত্যাগ করেন বিএনপির ফরেন অ্যাফেয়ার্স কমিটির আহ্বায়ক ইনাম আহমেদ চৌধুরী।...
নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময়কার ভূমিকার জন্য ক্ষমা না চাওয়া এবং দলে প্রয়োজনীয় সংস্কার না করায় জামায়াতে ইসলামী থেকে...
নিজস্ব প্রতিবেদক: গণতন্ত্রকে ধ্বংস করে বর্তমান সরকার ক্ষমতায় এসেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান। তিনি...
নিজস্ব প্রতিবেদক: বিএনপিকে উদ্দেশ্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ১৫ ফেব্র“য়ারির প্রহসনের নির্বাচন যাদের গায়ে,...
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন
আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না. প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *