সেলফি তোলার বিপদ!
তথ্যপ্রযুক্তি ডেস্ক: স্মার্টফোনের বর্তমান যুগে এখন সেলফি তোলা হয় কারণে অকারণে। কিন্তু এক্ষেত্রে একটি বিপদের ঝুঁকি লুকিয়ে রয়েছে বলে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের বোর্ড সার্টিফায়েড ডার্মাটোলজিস্ট (চর্মরোগ বিশেষজ্ঞ) এবং স্পারলিং ডার্মাটোলজি’র প্রতিষ্ঠাতা ও মেডিক্যাল পরিচালক শেরি স্পারলিং।
যখন সেলফি তোলার জন্য পরস্পরের খুব কাছাকাছি অবস্থান করে, তখন উকুন আক্রান্ত কারো মাথা থেকে অন্যদের মাথায় উকুন সংক্রমণের যথেষ্ট সম্ভাবনা থাকে। চর্মরোগের অন্যতম একটি কারণ হচ্ছে, উকুন।
ডা. স্পারলিং বলেন, ‘একাধিক মানুষের সঙ্গে সেলফির ক্ষেত্রে ক্যামেরার ফ্রেমে থাকতে সাধারণত সবাইকে খুব কাছাকাছি অবস্থান করতে হয়। এছাড়া প্রায়ই একাধিকবার ফটো তোলা লাগে সেরা সেলফি পেতে। ফলে পরস্পরের মাথা বেশি সময় সংস্পর্শে থাকায় একজনের মাথা থেকে অন্যজনের মাথায় উকুন যাওয়ার ঝুঁকি বেশি।’
২০২ জন ব্রিটিশ শিশুর ওপর পরিচালিত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এক গবেষণার ফলাফলে বলা হয়েছে, যাদের স্মার্টফোন কিংবা ট্যাব ছিল তাদের মাথায় উকুনের সমস্যা দ্বিগুণ ছিল, যাদের স্মার্টফোন কিংবা ট্যাব ছিল না তাদের তুলনায়। ডিভাইস চালায় না এমন মাত্র ৩০ শতাংশ শিশুর মাথায় উকুন ছিল, অন্যদিকে ডিভাইস ব্যবহারকারী ৬৩ শতাংশ শিশুর মাথায় উকুন ছিল।
আপনার সন্তানকে উকুন থেকে দূরে থাকার বিষয়টি নিশ্চিত করুন। যুক্তরাষ্ট্রের ফফু অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের (এফডিএ) পরামর্শ হচ্ছে- খেলাধুলা কিংবা অন্যান্য কার্যক্রমের সময় অন্যের মাথার সঙ্গে নিজের মাথার সংস্পর্শ এড়াতে হবে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে, ছবি তোলার সময় কিংবা স্মার্টফোনে কিছু দেখার সময় মাথার দূরত্ব বজায় রাখা উচিত।
সূত্র : রিডার্স ডাইজেস্ট
এই বিভাগের আরো খবর
তথ্যপ্রযুক্তি ডেস্ক: বাংলাদেশ থেকে ১৫শ’র বেশি পর্ন ও অনলাইনে জুয়া (বেটিং) খেলার ওয়েবসাইট বন্ধ করা হয়েছে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ...
তথ্যপ্রযুক্তি ডেস্ক: বিশ্বে অন্যতম বড় তথ্য প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠান অ্যাপলের ত্র“টি ধরিয়ে দেওয়ায় কিশোরকে পুরস্কৃত করা হল। বিবিসির...
তথ্যপ্রযুক্তি ডেস্ক: অ্যাপের মাধ্যমে সৌদি নারীদের গতিবিধি নিয়ন্ত্রণ ও তাদের ট্র্যাক করার অভিযোগ উঠেছে। এই অ্যাপটি সরকারী সংস্থাগুলোকে...
বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: এবার রোবোট আঁকবে আপনার ছবি। নির্মাতারা জানিয়েছেন, সামনে দাঁড়ালেই পেন্সিল হাতে আপনার মুখের ছবি আঁকতে পারবে আইডা...
তথ্যপ্রযুক্তি ডেস্ক: এবার জার্মানিতে ফেসবুকের বিরুদ্ধে তথ্য অপব্যবহারের অভিযোগ উঠেছে। মূলত হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রামথকে শুরু করে...
তথ্যপ্রযুক্তি ডেস্ক: স্প্যাম মেইল থেকে মুক্তি পেতে বেশ কিছু পদক্ষেপই নিয়েছে টেক জায়ান্ট গুগল। এরপরও মুক্তি মিলছিল না এটা থেকে। এবার তাই...
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন
আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না. প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *