মন জুড়ানো নৈসর্গিক সৌন্দর্যে ভরা ‘হামহাম জলপ্রপাত’
ডেস্ক প্রতিবেদন: হামহাম জলপ্রপাত। মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় নৈসর্গিক এই জলপ্রপাতের অবস্থান। হামহাম জলপ্রপাত প্রকৃতিপ্রেমীদের জন্য একটি দৃষ্টিনন্দন আদর্শ স্থান। চারদিকে ঘন জঙ্গল, বাঁশবন, ছোটবড় পাহাড়। কখনও বেশ খাড়া পথ বেয়ে নিচে নামতে হয়। প্রচণ্ড ঝুঁকিপূর্ণ রাস্তা পেরিয়ে এই স্থানে পৌঁছাতে হয়।
এখানে গিয়ে যখন সোজা তাকাবেন প্রায় ১৬০ ফিট ওপর থেকে নেমে আসা জলরাশির সেই অসম্ভব সুন্দর দৃশ্য দেখে প্রায় বাকরুদ্ধ হয়ে পড়বেন কিছুক্ষণ। প্রবল ধারায় উপর থেকে গড়িয়ে পড়ছে পানি। চারদিকে হিমশীতল পরিবেশ। এক নাগাড়ে ঝরনার পানি পড়ে যাচ্ছে ছোটবড় পাথরের ওপর।
কিভাবে যাবেন :
ঢাকার সায়েদাবাদ বা মহাখালী বাসস্ট্যান্ড থেকে মৌলভীবাজার যাওয়ার সরাসরি বাস আছে। ভাড়া ৪০০-৪৫০ টাকা। এছাড়া শ্রীমঙ্গল থেকেও যাওয়া যায়। মৌলভীবাজার থেকে যেতে হবে কমলগঞ্জ। সেখান থেকে আদমপুর বাজার, বাস ভাড়া ১৫-২০ টাকা। এখান থেকে ২০০-২৫০ টাকা সিএনজি ভাড়ায় পৌঁছে যেতে পারেন আদিবাসী বস্তি তৈলংবাড় বা কলাবনপাড়ায়। এরপর হাঁটা রাস্তা। প্রায় আট কিলোমিটারের মতো পাহাড়ি পথ শেষে হামহাম ঝর্ণার দেখা মিলবে।
কোথায় থাকবেন:
হামাহাম জলপ্রপাত দেখে শ্রীমঙ্গল ফিরে আসতে হবে। তবে সন্ধ্যা হলে এই সময়টায় ফেরার সম্ভাবনা খুব একটা বেশি থাকেনা। সেক্ষেত্রে আদিবাসীদের বাড়িতে থাকা যায়। যদি শ্রীমঙ্গল ফেরা না যায় তবে দুঃচিন্তার কোনো কারণ নেই। কেননা তৈলংবাড় বস্তি বা কলাবনপাড়ায় থাকার ব্যবস্থা হয়ে যাবে।
যাওয়ার আগে অবশ্যই কলাবনপাড়ার স্থানীয়দের কাছ থেকে ভালো-মন্দ জেনে যাওয়া উচিৎ। জোঁকের আক্রমণ থেকে রক্ষা পেতে সঙ্গে সরিষার তেল আর লবণ রাখতে হবে। এছাড়া, সঙ্গে শুকনা খাবার, বিশুদ্ধ পানি আর খাবার স্যালাইন নিয়ে যাবেন।
এই বিভাগের আরো খবর
রাঙ্গামাটি প্রতিনিধি: পাহাড়, কৃত্রিম হ্রদ, ঝর্ণা আর নদীর জেলা রাঙ্গামাটি। নয়নাভিরাম এই পর্যটন শহরে নতুন বছরের শুরুতেই বেড়েছে...
নিজস্ব প্রতিবেদক: স্বাস্থ্য পরীক্ষা শেষে সিঙ্গাপুর থেকে ঢাকায় ফিরলেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। বুধবার, রাত ১০টা ৪০ মিনিটে হযরত...
ডেস্ক প্রতিবেদন: শিলং উত্তর-পূর্ব ভারতের মেঘালয় রাজ্যের রাজধানী। সমুদ্রপৃষ্ঠ থেকে ৪ হাজার ৯০৮ ফুট উচ্চতায় অবস্থিত শিলং-এ প্রচুর বৃষ্টিপাত...
ডেস্ক প্রতিবেদন: নগর জীবনের যান্ত্রিক কোলাহল ছেড়ে একটুখানি শান্তির পরস পেতে কার না মনে চায়। আর তাই একটুখানি শান্তির ছোঁয়া পেতে অবসরে...
ডেস্ক প্রতিবেদন: মেঘলা পর্যটন কমপ্লেক্স বান্দরবান জেলার প্রবেশ পথে বান্দরবান-কেরাণীহাট সড়কের পাশে পার্বত্য জেলা পরিষদ সংলগ্ন এলাকায়...
ভ্রমণ ডেস্ক: বগাকাইন লেক বা বগালেক বান্দরবান জেলার রুমা উপজেলা থেকে ১৭ কিলোমিটার দূরে কেওক্রাডং পাহাড়ের কোল ঘেসে সমুদ্রপৃষ্ট থেকে প্রায়...
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন
আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না. প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *