রাশি অনুযায়ী বেছে নিন লিপস্টিক
অনলাইন ডেস্ক: প্রসাধনীর মধ্যে নারীদের কাছে পছন্দের শীর্ষে রয়েছে লিপস্টিক। নিজেকে সাজাতে লিপস্টিক বেছে নেন না এমন নারী হয়তো খুঁজেই পাওয়া যাবেনা। প্রসাধনীটি অল্প ব্যবহারেই অনেক গুণে বাড়িয়ে দেয় নারীর সৌন্দর্য্য। তবে যারা রাশিতে বিশ্বাস করেন তারা জেনে অবাক হবেন একেক রাশির জন্য রয়েছে একেক রঙের শুভ লিপস্টিক।
জেনে কোন রাশির নারীরা কোন রঙের লিপস্টিক ব্যবহার করবেন:
মেষ (২১ মার্চ - ২০ এপ্রিল) : মেষ রাশির জাতিকার জন্য যথার্থ হলো লাল রঙের লিপস্টিক। আরও লাগাতে পারেন বাদামি ও কমলা।
বৃষ (২১ এপ্রিল - ২১ মে): মিষ্টি গোলাপী বেছে নিন। বেগুনি, খয়েরি ও প্যাস্টেল রংগুলোও আপনার জন্য।
মিথুন (২২মে - ২১ জুন): কমলা রং, গোল্ডেন ব্রাউন দুই রঙেই সন্তুষ্ট থাকতে হবে আপনাকে।
কর্কট (২২ জুন - ২২ জুলাই): হালকা বাদামি রং আপনার জন্য সেরা।
সিংহ (২৩ জুলাই - ২৩ আগস্ট) : গাঢ় লাল, পার্পল, কোরাল বা মেটালিক শেডের লিপস্টিকে ঠোঁট রাঙাতে পারেন।
কন্যা (২৪ আগস্ট - ২৩ সেপ্টেম্বর): অর্কিড, খয়েরি, নেভি ব্লু, খাকি, সোনালি বেছে নিতে পারেন যেকোনোটি।
তুলা (২৪ সেপ্টেম্বর - ২৩ অক্টোবর): হালকা গোলাপি, পার্পলসহ হালকা শেডের লিপস্টিক আপনার জন্য লাকি।
বৃশ্চিক (২৪ অক্টোবর - ২২ নভেম্বর): সবগুলো গাঢ় রং আপনার জন্য।
ধনু (২৩ নভেম্বর - ২১ ডিসেম্বর): পার্পল সব রঙের ব্যবহার করতে পারেন নিশ্চিন্তে, কারণ সবাইকেই সুন্দর দেখায়, ধনুর জাতিকার জন্য পারফেক্ট লিপিস্টিকের কালার কিন্তু পার্পল।
মকর (২২ ডিসেম্বর - ২০ জানুয়ারি): বেগুনিই আপনার জন্য লাকি শেড।
কুম্ভ (২১ জানুয়ারি - ১৮ ফেব্র“য়ারি): খয়েরি বা ব্রোঞ্জ শেডের লিপিস্টিক আপনার জন্য সেরা। তবে, এড়িয়ে চলুন কমলা রঙের লিপস্টিক।
মীন (১৯ ফেব্রুয়ারি - ২০ মার্চ): বেগুনি রঙের লিপস্টিক আপনিও পরতে পারেন।
এই বিভাগের আরো খবর
ডেস্ক প্রতিবেদন: যে কোন উৎসব কিংবা বিয়ে বাড়িতে অতিথি আপ্যায়নে ফিরনি থাকা চাই। আর এই ফিরনি যদি হয় কেশর ফিরনি তাহলে কোন কথাই নেই। অতিথি...
ডেস্ক প্রতিবেদন: বর্তমান সময়ে 'বিফ নাগেটস' অনেকেরই পছন্দ। মুখরোচক খাবার বিফ নাগেটস টিফিনে কিংবা বিকেলের নাস্তায় রাখতে পারেন সহজেই। চলুন...
ডেস্ক প্রতিবেদন: যেকোনো উৎসবেই ফুল যেন এক অপরিহার্য উপাদান। তাই নিজেকে সাজানোর পাশাপাশি ঘর সাজাতেও চাই তাজা ফুল। অনেকদিন ধরে তাজা ফুলের...
অনলাইন ডেস্ক: বিশ্ব ভালবাসা দিবস আজ। সব কিছু ঠিকঠাক প্রস্তুতি সম্পন্ন, কিন্তু এখনো সঙ্গিকে কি উপহার দিবেন ঠিক করতে পারেননি? দেখে নিন এক...
অনলাইন ডেস্ক: প্রেম করা যতটা সহজ, প্রথম ডেট করাটা কিন্তু ততটা সহজ নয়। এটা অনেক বেশি বুদ্ধিমত্তার ব্যাপার। আবার ডেট করাটা অনেক সময় বিপদজনকও...
ডেস্ক প্রতিবেদন : উপকরণ: - ডিম ৪ টি - মিষ্টি কুমড়া ৫০০ গ্রাম বা এক ফালি - পেঁয়াজ পাতলা চাকা করে কাটা ৪ টি - কাঁচামরিচ ৫-৬ টা ফালি করে কাটা - আদা...
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন
আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না. প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *