জাফর ইকবালের ওপর হামলায় সম্পাদক পরিষদের উদ্বেগ
নিজস্ব প্রতিবেদক: অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে সম্পাদক পরিষদ। একই সঙ্গে এ ঘটনার নিন্দা জানিয়ে দেশে যে জঙ্গিবাদের বিস্তার ঘটছে, তা কঠোরভাবে নিয়ন্ত্রণের জন্য সরকার এবং আইনশৃঙ্খলা বাহিনীর গভীর তৎপরতা আশা করেছে সংগঠনটি।
সম্পাদক পরিষদ আজ সোমবার এক বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করে। বিবৃতিতে বলা হয়, জাফর ইকবাল অত্যন্ত জনপ্রিয় শিক্ষক, মেধাবী বিজ্ঞানী ও জনপ্রিয় লেখক। তাঁর বিজ্ঞানবিষয়ক লেখা শিশু-কিশোরদের মন্ত্রমুগ্ধ করে। সংবাদপত্রে নিয়মিত কলাম লেখেন তিনি। তাঁর কলামগুলোও ব্যাপক জনপ্রিয়। তিনি মুক্তিযুদ্ধের পক্ষে নিরন্তর কাজ করে চলেছেন, যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে পথে নেমেছেন। শিক্ষার প্রসারে অত্যন্ত নিবেদিতপ্রাণ মানুষ এবং দেশের উজ্জ্বল নক্ষত্র।
এই মেধাবী মানুষটিকে বহুদিন ধরে হত্যার হুমকি দিয়ে আসছে জঙ্গিগোষ্ঠী। কোনো রক্তচক্ষুকে তোয়াক্কা না করে তিনি তাঁর কাজগুলো করে গেছেন। এ রকম মানুষকে হত্যার চেষ্টা করার অর্থ জাতিকে মেধাশূন্য করা। ১৯৭১ সালে ঠিক এ কাজটিই করেছিল পাকিস্তানিরা।
সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক মাহ্ফুজ আনামের স্বাক্ষরিত ওই বিবৃতিতে আরও বলা হয়, ‘জাফর ইকবালের ওপর আক্রমণ শুধু তাঁর ওপরই আক্রমণ নয়, দেশের প্রতিটি মেধাবী মানুষের ওপর আক্রমণ। দেশের প্রতিটি সচেতন নাগরিকের ওপর আক্রমণ। এ ঘটনার তীব্র নিন্দা জানায় সম্পাদক পরিষদ। দেশের সরকার এবং আইনশৃঙ্খলা বাহিনীর গভীর তৎপরতা আশা করছি আমরা। যাতে দেশে যে জঙ্গিবাদের বিস্তার ঘটছে, কঠোরভাবে তারা তা নিয়ন্ত্রণ করেন। দেশের প্রতিটি মেধাবী মানুষ, প্রতিটি সাধারণ মানুষ যেন নিরাপদ জীবন যাপন করতে পারে, সেই নিশ্চয়তাও আমরা আশা করি।’
এই বিভাগের আরো খবর
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডের পর থেকে জোর দাবি উঠেছে আবাসিক এলাকা থেকে রাসায়নিকের দোকান-গুদাম...
নিজস্ব প্রতিবেদক : পুরান ঢাকার চকবাজার। গত বুধবার রাতটিও ছিলো অন্য দশটি দিনের মতো কর্মচঞ্চল। রাস্তায় মানুষের ভিড়। চলছে বিভিন্ন দোকান ও...
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর চকবাজারে ভয়াবহ অগ্নিকান্ডের তিনদিন পর ভবনের ভূ-গর্ভস্থ গুদামে থাকা বিভিন্ন ধরনের রাসায়নিকের ড্রাম ও প্যাকে...
নিজস্ব প্রতিবেদক : পুরান ঢাকার রাসায়নিক সরিয়ে নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ দ্রুত বাস্তবায়ন করা হবে, জানালেন সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল...
নিজস্ব প্রতিবেদক: অমর একুশে গ্রন্থমেলায় শিশু প্রহরের শেষ দিনে শিশুদের পদচারণায় মুখর ছিল। মেলায় অভিভাবকদের হাত ধরে ঘুরে ঘুরে পছন্দের বই...
নিজস্ব প্রতিবেদক: মজুদকৃত কেমিক্যাল সরিয়ে নেয়ার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ওবায়দুল কাদের।...
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন
আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না. প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *