এ সপ্তাহের রাশিফল: ১৯-২৫ নভেম্বর
সিংহ (২২ জুলাই - ২৩ আগস্ট)
এর পর কী-- এটাই হতে পারে এ সপ্তাহে আপনার মনের সবচেয়ে বড় জিজ্ঞাসা। পুরোনো কোনোকিছুকে সবচেয়ে ভালো ও নতুনভাবে কী করে নেবেন বা মোকাবেলা করবেন, এটাই আপনার মনকে জুড়ে থাকতে পারে। সুখের কথা হলো, এ সপ্তাহে সিংহ রাশির জাতকদের সৃজনশীলতার একটা নতুন চক্র শুরু হচ্ছে, যেটা পরবর্তী সপ্তাহগুলোতে আরো জোরদার হবে। এ সময়ে প্রধান চ্যালেঞ্জ হবে আপনার লক্ষ্য বা মনোযোগের কেন্দ্রবিন্দু সুস্থির করা। বিক্ষিপ্ত হয়ে পড়া এড়ানোর জন্যে আরো সংগঠিত হোন, এমনকি একই সময়ে একাধিক প্রকল্প হাতে নিলেও। কাজের দিকে খুব ভাল সময়। বাড়িতে কোনও অতিথির জন্য খরচ বাড়তে পারে। ঠাকুরের কোনও কাজের জন্য মানসিক আনন্দ। লোকের সঙ্গে একটু বুঝে কথা বলুন, কোনও বিবাদ এই সপ্তাহে একটু চিন্তার কারণ হতে পারে। পিতার সম্পত্তির ব্যাপারে আইনি ব্যবস্থা। প্রেমের ব্যাপারে নিঃসঙ্গতা আসতে পারে। ঋণ শোধ নিয়ে চিন্তা। স্ত্রীর সঙ্গে কোনও আলোচনাতে সমস্যার সমাধান হতে পারে। হঠাৎ করে চাকুরীর যোগ আসতে পারে। ব্যবসায় গুরুজনের পরামর্শে অগ্রগতির আশা রাখতে পারেন। নিজের কৌশল প্রয়োগ করে কর্মস্থানে উন্নতি। অল্প বিস্তর ভোগান্তি থাকতে পারে। সপ্তাহের শেষের দিকে পেটের কোনও কষ্ট বাড়তে পারে।
শুভ রং: কমলা, শুভ দিক: পূর্ব, শুভ সংখ্যা: ৮৭, শুভ রত্ন: চুনি
এই বিভাগের আরো খবর
কাজে নেমে পড়ার সময় এসে গেছে। কিছু প্রকল্প এবং কর্মকাণ্ড যেগুলো আপনার ইচ্ছা নয় বরং সময়ের অভাবেই এতদিন আটকে ছিলো, এখন সেগুলো নিয়ে এগিয়ে...
অধিকার, স্বাধীনতা, সত্য, সুযোগ-সুবিধা প্রভৃতি বিষয়গুলো এ সপ্তাহে আপনার মনে নাড়া দেবে। এ প্রবণতাটা বেড়ে যাওয়ারও সম্ভাবনা আছে। ভেতরের ও...
অধিকার, স্বাধীনতা, সত্য, সুযোগ-সুবিধা প্রভৃতি বিষয়গুলো এ সপ্তাহে আপনার মনে নাড়া দেবে। এ প্রবণতাটা বেড়ে যাওয়ারও সম্ভাবনা আছে। ভেতরের ও...
ক্ষমতা অর্জন, এবং হয়তো অত্মনিয়ন্ত্রণের শক্তি অর্জনের জন্যেও, প্রচেষ্টা অব্যাহত থাকবে। আপনার ব্যক্তিস্বাতন্ত্র্য ও খাঁটিত্বের প্রকৃত...
ক্ষমতা অর্জন, এবং হয়তো অত্মনিয়ন্ত্রণের শক্তি অর্জনের জন্যেও, প্রচেষ্টা অব্যাহত থাকবে। আপনার ব্যক্তিস্বাতন্ত্র্য ও খাঁটিত্বের প্রকৃত...
দিগন্তে ভোরের প্রথম আলোর উদ্ভাসের মতো আপনার আপনার আলোকেও পূর্ণ মহিমায় বিকশিত করার সময় এসে গেছে। প্রয়োজনে খানিকটা পিছিয়ে যেতে এবং...
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন
আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না. প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *