চাঁদে বাসযোগ্য জায়গার সন্ধান!!
বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: চাঁদে বসতি গড়া নিয়ে মানুষের রয়েছে নানান জল্পনা-কল্পনা। এক সময় মানুষের কল্পনা করছে চাঁদে যাওয়ার এবং সেখানে বসতি গড়ার। কালক্রমে চাঁদে যাওয়া সম্ভব হলেও, বসতী গড়া অসম্ভব বলেই ধরে নেওয়া হয়েছে।
৪৮ বছর আগে মানুষ চাঁদের মাটিতে পা রাখে। এরপরও বেশ কয়েকজন চাঁদে অবতরণ করেন। তবে এখনও পর্যন্ত কেউ তিন দিনের বেশি সেখানে থাকতে পারেননি। এর কারণ হল পৃথিবীর মতো চাঁদে বায়ুমণ্ডল নেই। রয়েছে সূর্যের প্রখর তাপ। নেই চুম্বক ক্ষেত্র।
মহাকাশচারীদের স্পেসস্যুট সাময়িক ভাবে কাজে আসলেও, তা স্থায়ী সমাধান কোন সমাধান না। তবে, সম্প্রতি চাঁদে বসতি গড়ার ক্ষেত্রে এবার বিজ্ঞানীরা কিছুটা সম্ভাবনা দেখতে পাচ্ছেন।
আন্তর্জাতিক বিজ্ঞান-ওয়েবসাইট ‘জিওফিজিক্যাল রিসার্চ লেটার্স’ নামের জার্নালের খবর অনুযায়ী,জাপানের একটি স্পেস এজেন্সি JAXA এর বিজ্ঞানীরা চন্দ্রপৃষ্ঠে এক সুবিশাল লাভা টিউবের সন্ধান পেয়েছেন, যার আয়তন একটি শহরের সমান।
সংস্থার পক্ষ থেকে গবেষক জুনিচি হারুয়ামা জানিয়েছেন, এই ধরনের লাভা টিউব চাঁদে বসতির সহায়ক হয়ে উঠতে পারে। গরম লাভা ঠান্ডা হয়েই এমন টিউবের সৃষ্টি হয়। যে পথ বেয়ে লাভা নির্গত হয়, সেটি থেকে লাভা নিঃসরণ সমাপ্ত হলে টিউবের ভিতরে লেগে থাকা লাভা ঠান্ডা হয়ে গিয়ে এক সুরক্ষা-বলয় তৈরি করে, যা প্রতিকূল পরিবেশ থেকে রক্ষা করতে পারে।
জাপানের চন্দ্র প্রদক্ষিণরত স্যাটেলাইট ‘সেলেনোজিক্যাল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এক্সপ্লোরার’ টিউবের মুখটিকে দেখতে পেয়েছে। তার পাঠানো তথ্যগুলি থেকে ঔঅঢঅ এই সুবিশাল টিউবের অস্তিত্ব জানতে পারে। বিজ্ঞানীদের মতে, ফিলাডেলফিয়ার মতে একাধিক নগর এই ধরনের লাভা টিউবের মধ্যে এঁটে যেতে পারে।
এই বিভাগের আরো খবর
ডেস্ক প্রতিবেদন: যে কোন উৎসব কিংবা বিয়ে বাড়িতে অতিথি আপ্যায়নে ফিরনি থাকা চাই। আর এই ফিরনি যদি হয় কেশর ফিরনি তাহলে কোন কথাই নেই। অতিথি...
ডেস্ক প্রতিবেদন: বর্তমান সময়ে 'বিফ নাগেটস' অনেকেরই পছন্দ। মুখরোচক খাবার বিফ নাগেটস টিফিনে কিংবা বিকেলের নাস্তায় রাখতে পারেন সহজেই। চলুন...
ডেস্ক প্রতিবেদন: যেকোনো উৎসবেই ফুল যেন এক অপরিহার্য উপাদান। তাই নিজেকে সাজানোর পাশাপাশি ঘর সাজাতেও চাই তাজা ফুল। অনেকদিন ধরে তাজা ফুলের...
অনলাইন ডেস্ক: বিশ্ব ভালবাসা দিবস আজ। সব কিছু ঠিকঠাক প্রস্তুতি সম্পন্ন, কিন্তু এখনো সঙ্গিকে কি উপহার দিবেন ঠিক করতে পারেননি? দেখে নিন এক...
অনলাইন ডেস্ক: প্রেম করা যতটা সহজ, প্রথম ডেট করাটা কিন্তু ততটা সহজ নয়। এটা অনেক বেশি বুদ্ধিমত্তার ব্যাপার। আবার ডেট করাটা অনেক সময় বিপদজনকও...
ডেস্ক প্রতিবেদন : উপকরণ: - ডিম ৪ টি - মিষ্টি কুমড়া ৫০০ গ্রাম বা এক ফালি - পেঁয়াজ পাতলা চাকা করে কাটা ৪ টি - কাঁচামরিচ ৫-৬ টা ফালি করে কাটা - আদা...
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন
আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না. প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *